- Home
- Entertainment
- Bollywood
- বলিউডে অভিনেত্রীদের দেখা হয় ধর্ষিতা এবং অবলা জীব হিসেবে, নেপথ্যে রাজ কাপুর
বলিউডে অভিনেত্রীদের দেখা হয় ধর্ষিতা এবং অবলা জীব হিসেবে, নেপথ্যে রাজ কাপুর
- FB
- TW
- Linkdin
রাজ কাপুর মহিলাদের সম্বন্ধে ঠিক কী ভাবতেন তার বেশ খানিকটা বিবরণ দেওয়া ছিল তাঁর মেয়ে রীতু নন্দার লেখা বই নাম রাজ কাপুর স্পিকসে।
আরও একটি বই ছিল ইনসাইট অফ দ্য কাপুরস। মধু জৈনের লেখা এই বইতেও রাজ কাপুরের সম্বন্ধে বহু অজানা তথ্য বেরিয়ে আসে।
অনেকে এও মানেন বলিউড চিরকাল মহিলাদের বেচারি বানিয়ে রাখার পর্ধান কারণ হল রাজ কাপুরের এই ছবিগুলি।
অভিনেত্রীদের ট্রান্সপারেন্ট শাড়ি পরানো, কিংবা আওয়ারা ছবিতে নার্গিসকে থাপ্পড় মারা।
অন্যদিকে মেরা নাম জোকারে পদ্মিনীর চরিত্রের অ্যাসাসিনেশন, সব কিছু মিলিয়ে বলিউডে তৈরি হয়নি অভিনেত্রীদের দাপট।
এখনকার অভিনেত্রীরা এ কথা স্বীকারও করেছেন যে, প্রথমে মহিলাদের যেভাবে দেখা হত বলিউডে তার বিপুল বদল ঘটেছে।
তবু আজও তৈরি হয় কবীর সিংয়ের মতো ছবি, কার্তিক আরিয়ান সাহস পায় বোনকে নিয়ে মিস্যোজিনিস্টিক টিকটক ভিডিও বানানোর।
বলিউড কি কোনওভাবে রাজ কাপুরের থেকে অনুপ্রেরণা পেয়েই মহিলা চরিত্রগুলিকে একজন ধর্ষিতা কিংবা বেচারি কিংবা অবলা জীবের মত পর্দায় দেখিয়ে এসেছে।
বিতর্কিত এই বিষয় নিয়ে রাজ কাপুরকে বলিউডের শোম্যান মানতে নারাজ বহু সিনেপ্রেমীরা।
যুগ যত এগোচ্ছে রাজ কাপুর এবং বলিউডের মিস্যোজিনির বিরুদ্ধে স্বর তুলছে অসংখ্য দর্শক।