- Home
- Entertainment
- Bollywood
- ১৫০ টা ঘর, ৮০০ কোটি টাকার পাতৌদি ভিলা, ১২০ বছর আগে ডিজাইন করা সইফের এই প্রাসাদ
১৫০ টা ঘর, ৮০০ কোটি টাকার পাতৌদি ভিলা, ১২০ বছর আগে ডিজাইন করা সইফের এই প্রাসাদ
- FB
- TW
- Linkdin
বলিউড সেলেবদের মধ্যে সব থেকে সুন্দর চোখ ধাঁধানো ভিলাটির মালিক সইফ আলি খান। পাতৌদি এই ভিলা সইফ পরিবারের সব থেকে বড় সম্পদ।
এই ভিলাটি বিশেষভাবে ডিজাইন করার পরিকল্পনা করা হয়েছিল ১০০ বছরেরও আগে। ১৯০০ সালে এঁকে নেওয়া হয় এর আর্কিটেক।
বর্তমানে সাইফের এই ভিলার দাম ৮০০ কোটি। যেখানে মাঝে মধ্যেই থাকেন সইফ ও তাঁর পরিবার। করিনাও একাধিক ছবি শেয়ার করেন এই ভিলা থেকে।
এই ভিলার একাধিক বিশেষত্ব। যার মধ্যে অন্যতম হল ১৫০টিরও বেশি ঘর রয়েছে এই পাতৌদি ভিলাতে।
মাঝে এই ভিলা ভাড়া নিয়েছিল একটি সংস্থা। বর্তমানে সেই হাত থেকে তা ফিরিয়ে এনেছেন সইফ আলি খান।
একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাতৌদি পরিবারের এই সম্পত্তির ছবি। রাজমানিকেও হার মানায় এই ভিলা।
সাজানো বাগান থেকে শুরু করে, রয়াল লুক, সবই যেন সঠিক অনুপাতে দিয়ে সাজিয়ে তোলা এই ভিলা। যার মূল্য শুনলে চোখ কপালে ওঠে।
এক এক জন তারকার সঞ্চয়ের যা পরিমাণ হয়, তার সমান দাম শুধু সইফের এই ভিলার। ৮০০ কোটি টাকা।
বাড়িটি সাজানো রয়েছে রয়াল লুকেই। বড় বড় মূর্তি থেকে শুরু করে পেইন্টিং। সবই যেন তাক লাগিয়ে দেওয়ার মত।
ভিলার মাত্র একটি অংশ ব্যবহার করা হয় বর্তমানে। বাকি অংশ থাকে বন্ধ। শোওয়ার ঘর থেকে শুরু করে বসার ঘর, রাজকিয় ব্যাপার বলতে যা বোঝায়, তাই হল পাতৌদি হাউস।
এই ভিলার আগের নাম ছিল ইব্রাহিম কোঠি। এটি অবস্থিত হরিয়ানাতে। সইফ আলি খানের বাবা এই বাড়িটি সাজিয়ে ছিলেন।