- Home
- Entertainment
- Bollywood
- 'আমি যে কারোর জীবনে রয়েছি সেটা ভেবেই গর্ববোধ করি', প্রেমিককে নিয়ে খুল্লামখুল্লা তাপসী
'আমি যে কারোর জীবনে রয়েছি সেটা ভেবেই গর্ববোধ করি', প্রেমিককে নিয়ে খুল্লামখুল্লা তাপসী
- FB
- TW
- Linkdin
নিজের ব্যক্তিগত জীবন হোক কিংবা প্রেমের সম্পর্ক বরাবরই স্বাধীনচেতা তাপসী। তিনি কোনওদিনই কোনওকিছু গোপন করে রাখতে চান না।
নিজের পরিবার নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তাপসী জানিয়েছেন, 'পরিবার মেনে না নিলে এই সম্পর্ক মোটেই বেশিদূর এগোতো না। পরিবারের লোকজন মেয়ে নিয়েছেন বলেই তিনি সম্পর্কে এগিয়েছেন।'
তাপসী জানিয়েছেন,ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেট করছেন তাপসী পান্নু। কোনও কিছু নিয়ে লুকোছুপি তার মোটেই পছন্দের নয়।
সংবাদের শিরোনামে আসার জন্য তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তেমনটা মোটেই নয়। দীর্ঘ এত বছরের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি যা অর্জন করেছেন তাতেই আজ তিনি এই জায়গায়।
তাপসী জানিয়েছেন,' তিনি যে কারোর জীবনে রয়েছেন সেটা ভেবেই তিনি গর্ববোধ করছেন, তবে খবরের শিরোনামে আসার জন্য তিনি এ বিষয়ে কিছু জানাতে রাজি নন।'
তাপসী পান্নু মানেই ছবির একটা বাড়তি পাওনা। আবার তাপসী মানেই ছবি হিটের ফর্মূলা। অমিতাভের সঙ্গে বদলা ছবিতেও অভিনয় করার পর থেকেই তার কেরিয়ার যেন পুরো বদলে গিয়েছিল।
অভিনেত্রী আরও জানিয়েছেন, 'তার বয়ফ্রেন্ড, তাদের সম্পর্ক সবকিছুই বাড়ির মতেই হয়েছে। আমার পরিবার, আমার বোন সবাই ওকে পছন্দ করে, আর সেটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ।'
গত বছরে একটি সাক্ষাৎকার থেকে জানা গিয়েছিল, তাপসীর বোন সগুনের কারণেই তাপসীর সঙ্গে ম্যাথিয়াসের দেখা হয়েছিল। বর্তমানে বেশ চুটিয়েই প্রেমটা উপভোগ করছেন অভিনেত্রী।
অভিনয় জগতে পা দেওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে একটা জায়গাটা পাকিয়ে নিয়েছেন। একের পর এক ছবিতে চরিত্র নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেই চলেছেন তাপসী।
কখনও থ্রিলার আবার কখনও প্যাশনেট কোনও চরিত্র- সবেতেই তিনি সাবলীল। অভিনয় যে তার সহজাত তা বারেবারে প্রমাণ দিয়েছেন তাপসী। 'ষান্ড কি আঁখ' , 'থাপ্পড়' ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে তাপসীকে। তার অভিনয়কে কুর্নিশ জানিয়েছে সমালোচক মহলের একাংশরা।