সুখবর, দ্রুত নামছে বাংলার কোভিড গ্রাফ, আরও একবার পুরোনো শহর দেখার অপেক্ষায় কলকাতা
- FB
- TW
- Linkdin
রাজ্য়ে একই দিনে এসেছে সাড়ে সাত লক্ষের বেশি ভ্যাকসিন। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের তরফে ৫ লক্ষ ২০ হাজার ৫৫০টি কোভিশিল্ডের ডোজ রাজ্যে পাঠানো হয়। যা কলকাতা বিমানবন্দরে এসে পৌছায় সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ।
পুনের সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌছায় ভ্যাকসিন। রাজ্য সরকারের তরফে হায়দ্রাবাদের ভারত বায়োটেকে থেকে ২ লক্ষ ৬৬ হাজার ৭৯০টি কোভ্যাক্সিন ডোজ কেনা হয়েছে।
রাজ্যে এল ৭ লক্ষ ৮৭হাজার ৩৪০টি কোভিড ভ্যাকসিনের ডোজ। উল্লেখ্য, ইতিমধ্য়েই বুধবার রাজ্যে টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৬৪৬ জনকে। 'টিকাকরণে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ', বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে প্রশ্ন উঠেছে কবে নিজে টিকা নিচ্ছেন মমতা।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩৫ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৩৮ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৪,৫২৬। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ১০৪০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ২৯৭,৫১৮ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৩,৯৪,৭২৪ জন।
করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ১৮৬০ জন। সংক্রমণ আগের থেকে কমলেও সব জেলা সহ কলকাতাকেও এখনও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে ফের উত্তর ২৪ পরগণা । একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৮ হাজার ৯২৩ জন।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ৭০,০১৫ জন।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭,৩৮৬জন।
বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০৮, ৮৯৬ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে একদিনে আবার বেড়ে ৯৩.৮৫ শতাংশ।