- Home
- Sports
- Cricket
- কথায় বলে 'শালি আধি ঘর ওয়ালি', হরভজনের একমাত্র শ্যালিকাকে দেখলে মাথা ঘুরে যাবে আপনারও
কথায় বলে 'শালি আধি ঘর ওয়ালি', হরভজনের একমাত্র শ্যালিকাকে দেখলে মাথা ঘুরে যাবে আপনারও
- FB
- TW
- Linkdin
গীতা বসরার পরিবারের কথা বলতে গিয়ে তাঁর একটি ছোট বোন রয়েছে যার নাম রুবি বসরা, অর্থাৎ হরভজনের একমাত্র শ্যালিকা।
রুবি তার পুরো পরিবার নিয়ে লন্ডনে থাকেন। তিনি গীতার চেয়ে দুই বছরের ছোট। সোশ্যাল মিডিয়াতেও তার ফলোয়ারের সংখ্যা প্রচুর।
রুবি সম্পর্কে বলা হয় যে তিনি ক্রিকেট খুব পছন্দ করেন। আইপিএল ম্যাচের সময় তাকে অনেকবার স্টেডিয়ামে দেখা গেছে।
গীতা বসরার এক ভাইও রয়েছে। যে তার দিদির থেকে ৯ বছরের ছোট। তাকেও বেশ সুন্দর দেখতে।
হরভজনের স্ত্রী গীতা এবং শ্বশুরবাড়ী গত ২৫ বছর ধরে ইংল্যান্ডের পোর্টসমাউথ এ বসবাস করছেন।
হরভজন সিংয়ের শ্বশুরবাড়ি পোর্টসমাউথে একটি দোকান চালান। পরিবারকে সুখে রেখেছেন তিনিও।
রুবি বসরা নানাভাবে তার জামাইবাবুর সঙ্গে মজা করেন। তারই কিছু নমুনা তুলে ধরা হল এই ছনির কোলাজে।
হরভজন সিং তার স্ত্রী এবংশ্যালিকার সঙ্গে একটি ফটোশুট করেছিলেন। যেখানে বেশ কিছু মজাদার মুহূর্ত ফ্রেমবন্দি করা হয়।
এই ছবি থেকেই আরও একবার বোঝা যায় হরভজন সিংয়ের একমাত্র শ্যালিকা কতটা সুন্দরী। জানা গিয়েছে নিজের ও শ্বশুর বাড়ির পরিবার নিয়ে বেশ সুখেই কাটছে হরভজনের দাম্পত্য জীবন।