পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ উইনার হতে পারে কোন ৫ ক্রিকেটার, জেনে নিন আপনিও
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
ভারতীয় দলের ব্য়াটিং লাইনআপের অন্যতম শক্তি রোহিত শর্মা। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের ইনিংসেরও শুরু করবেন রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাকে বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান বলা হয়ে থাকে। পাকিস্তানের বিরুদ্ধে দলকে ভালো শুরু দেওয়াই লক্ষ্য হিটম্যানের।
কেএল রাহুল-
দীর্ঘ দিন চোটের কারণে ভারতীয় দলের বাইরে ছিলেন কেএল রাহুল। গত জিম্বাবোয়ে সফরে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেও চেনা ছন্দে পাওয়া যায়নি কেএল রাহুলকে। এশিয়া কাপে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গ্ ইনিংসের শুরু করবেন দলের সহ অধিনায়ক রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে চেনা ছন্দে ফেরাই লক্ষ্য রাহুলের।
বিরাট কোহলি-
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটিং রেকর্ড খুবই ভালো। গত টি২০ বিশ্বকাপেও দল হারলেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে বিরাট কোহলির দিকে গোটা পৃথিবার নজর থাকবে। দলের মিডল অর্ডারে নামবেন তিনি। দীর্ঘ দিন ব্যাটে রানের খরার পর ফের পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি।
সূর্যকুমার যাদব-
পাকিস্তানের বিরুদ্ধে সূর্য কুমার যাদবও ম্যাচ উইনার হয়ে উঠতে পারে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদধে বিধ্বংসী শতরান করেছিলেন তিনি। দলের চার নম্বর জায়গাটা সূর্যকুমার যাদবের জন্য পাকা। এবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব।
হার্দিক পান্ডিয়া-
গত বছর টি২০ বিশ্বকাপে চোট নিয়ে খেলায় পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে পারেননি হার্দিক পান্ডিয়া। চোট মুক্ত হয়ে দলে ফেরার পর থেকে দুরন্ত ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও তার শক্তি। আজকের ম্যাচে নিজেরা সেরাটা দেওয়াই লক্ষ্য হার্দিকের।