- Home
- Sports
- Cricket
- ডু অর ডাই ম্যাচে দলে কোন পরিবর্তন, দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
ডু অর ডাই ম্যাচে দলে কোন পরিবর্তন, দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
প্রথম একদিনের ম্যাচে ৭৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় ম্য়াচে খাতাই খুলতে খুলতে পারেননি হিটম্যান। সিরিজ নির্ণায়ক ম্য়াচে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন রোহিত শর্মা।
শিখর ধওয়ান-
প্রথম একদিনের ম্য়াচে রোহিতকে সঙ্গে দিয়ে নিজে খেলেছিলেন ৩১ রানের অপরাজিত ইনিংস। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্য়াট হাতে রান পাননি শিখর ধওয়ান। মাত্র ৯ রান করেছিলেন তিনি। সিরিজের শেষ ম্য়াচে ফের রানে ফিরতে মরিয়া গব্বর।
বিরাট কোহলি-
একদিনের সিরিজের প্রথম ম্যাচে চোটের কারণে খেলেননি বিরাট কোহলি। দ্বিতীয় ম্য়াচে খেললেও ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছেন। মাত্র ১৬ রান করে আউট হয়েছিলেন তিনি। অফ ফর্মের কারণে সমালোচনার শিকারও হচ্ছেন বিরাট। তৃতীয় ম্য়াচে বড় রান করতে মুখিয়ে রয়েছেন ভিকে।
সূর্যকুমার যাদব-
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্য়াচে দুরন্ত শতরান করেছিলেন সূর্যকুমার যাদব। একদিনের সিরিজে প্রথম ম্য়াচে ব্যাট করার সুযোগ আসেনি। দ্বিতীয় ম্য়াচে শুরুটা ভালো করলেও ২৭ রান করেই থামতে হয় তাকে। এবার ফাইনালে ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করাই লক্ষ্য সূর্যকুমার যাদবের।
ঋষভ পন্থ-
উইকেটের পেছনে দায়িত্ব সহকারে দায়িত্ব সামলালেও দ্বিতীয় একদিনের ম্য়াচে প্রয়োজনের সময় রান পাননি ঋষভ পন্থ। খাতা না খুলেই সাজঘরে ফিরত গিয়েছেন তিনি। তবে ইংল্যান্ড সফরে ছন্দে রয়েছেন তিনি। শেষ ম্যাচে আরও একবার বড় রান করাই লক্ষ্য পন্থের।
হার্দিক পান্ডিয়া-
ভারতীয় দলে ব্য়াটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে দুরন্ত কামব্যাক করেছেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ম্যাচে দলের ব্য়াটিং ভরাডুবির মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দলকে জয় এনে দিতে পারেননি। তৃতীয় ম্য়াচেও আরও একবার সেরাটা দেওয়াই লক্ষ্য় তার।
রবীন্দ্র জাদেজা-
ভারতীয় দলের সেরা স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বল হাতে খুব একটা বর্তমানে কামাল দেখাতে না পারলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন তিনি। দ্বিতীয় ম্য়াচে করেছিলেন ২৯ রান। ফাইনাল ম্যাচে ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্স করাই লক্ষ্য জাড্ডুর।
মহম্মদ শামি-
ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ১টি উইকেট। তবে ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে করেছেন ২৩ রান। ম্যাঞ্চেস্টারে শেষ ম্য়াচে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় শামি।
জসপ্রীত বুমরা-
প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একাই ৬ উইকেট নিয়ে দলের জয়ের পথ প্রশস্ত করেছিলেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ম্যাচেও নিয়েছেন ২ উইকেট। তৃতীয় ম্যাচেও বল আগুন ঝরাতে প্রস্তুত বুম বুম।
প্রসিদ্ধ কৃষ্ণা-
প্রথম ও দ্বিতীয় দুটি একদিনের ম্যাচেই ১টি করে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। দ্বিতীয় ম্যাচে একটু বেশন ৮ ওভারে ৫৩ রান খরচ করেছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচে তার জায়গা খুব একটা সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
যুজবেন্দ্র চাহল-
প্রথম ম্যাচে খুব একটা সুযোগ আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ৪ উইকেট একাই নিয়েছিলেন তারকা লেগ স্পপিনার যুজবেন্দ্র চাহল। তবে দলের জয় আসেনি। ওল্ড ট্রাফোর্ডে শেষ ম্যাচ আরও একবার স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত চাহল।