দলে হতে পারে একাধিক পরিবর্তন, জেনে নিন পিঙ্ক বল টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
শুভমান গিল-
প্রথম টেস্টের প্রথম দ্বিতীয় ইনিংসে একটি অর্ধশতরান করলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন ইনিংসে বড় রান আসেনি ভারতের তরুণ ওপেনার শুভমান গিলের। তবে মোতেরায় পিঙ্ক বল টেস্টে ভারতীয় দলে তার জায়গা পাকা বলেই ধরেই নেওয়া হচ্ছে।
রোহিত শর্মা-
চেন্নাই টার্নিং ট্র্যাকে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তারপর তৃতীয় টেস্টে যে তার জায়গা পাকা, তা নিয়ে কোনও সন্দেহ থাকতেই পারেনা।
চেতেশ্বর পুজারা-
ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের স্তম্ভ তিনি। পিঙ্ক বল টেস্ট যেখানে পেস বোলাররা দাপট দেখাতে পারে, সেখানে পুজারার ধৈর্য্য ও টেকনিকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
বিরাট কোহলি-
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনের সময় অনবদ্য ৬২ রানের ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক। তৃতীয় টেস্টেও দলকে জয় এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি।
অজিঙ্কে রাহানে-
চেন্নাই প্রথম ইনিংসে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক অজিঙ্কে রাহানে। পিঙ্ক বল টেস্টেও বড় রান করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন 'জিঙ্কস'।
ঋষভ পন্থ-
অস্ট্রেলিয়া সফর থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাটে রান পেয়েছে পন্থ। এবার মোতেরাতে ছন্দে থাকতে মরিয়া ঋষভ।
অক্সর প্যাটেল-
দ্বিতীয় টেস্টে চেন্নাইতে টেস্ট অভিষেক হয়েছিল বাঁ-হাতি স্পিনার অলরাউন্ডার অক্সর প্যাটেলের। ব্যাট হাতে সফল না হলেও, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অভিষেককে স্মরণীয় করে রেখেছেন অক্সর। ম্য়াচে নিয়েছেন মোট ৫ উইকেট। মোতেরাতে নিজের জাত চেনাতে মরিয়া অক্সর।
রবিচন্দ্রন অশ্বিন-
দুরন্ত ছন্দে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন 'প্রফেসর অ্যাশ'। মোতেরা তার জায়গা তো পাকা থাকবেই।
জসপ্রীত বুমরা-
ভারতীয় পেস অ্যাটাকের প্রধান অস্ত্র তিনি। দ্বিতীয় টেস্টে ছিলেন বিশ্রামে। গোলাপী বলে তার আগুনে ও সুইং বোলিংয়ের উপর অনেকাংশে নির্ভর করছে ভারতের সাফল্য। মোতেরাতে আগুন ঝড়াতে প্রস্তুত বুমরা।
ইশান্ত শর্মা-
মোতেরাতে নিজের কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন ইশান্ত শর্মা। মাইলস্টোন ম্যাচ পিঙ্ক বলে নিজের সেরাটা উজার করে দিতে মরিয়া ইশান্ত শর্মা।