2026 Under-19 Men's Cricket World Cup: অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে সফলতম দল ভারতের সঙ্গে বাংলাদেশের (India U19 vs Bangladesh U19) কোনও তুলনাই চলে না। ভারতীয় ক্রিকেট যে বাংলাদেশের চেয়ে কয়েক যোজন এগিয়ে, তা শনিবার ফের দেখা গেল।
KNOW
India U19 vs Bangladesh U19: ম্যাচ শুরু হওয়ার আগেই উত্তেজনার পারদ চড়ে গিয়েছিল। টসের সময় দুই অধিনায়ক করমর্দন করেননি। মাঠে নামার সময় দুই দলের ক্রিকেটাররা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেননি। বারবার বৃষ্টি, ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচে বারবার বিঘ্ন ঘটে। ফলে ঘটনাবহুল ম্যাট। অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপের (2026 Under-19 Men's Cricket World Cup) সেই ম্যাচ ডাওয়ার্থ-লিউইস নিয়মে (Duckworth Lewis method) ১৮ রানে জয় পেল ভারতীয় দল। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA) হারিয়ে দেয় ভারতীয় দল। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে থাকল ভারতীয় দল। এই গ্রুপের চতুর্থ দল নিউজিল্যান্ড এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি। গ্রুপের শীর্ষে থেকেই ভারতীয় দল পরের পর্বের যোগ্যতা অর্জন করার বিষয়ে আত্মবিশ্বাসী।
উত্তেজক ম্যাচে জয় ভারতের
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায়। বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় ভারতের ইনিংস চলাকালীন আম্পায়াররা সিদ্ধান্ত নেন, দুই দলের ইনিংসেই ৪৯ ওভার করে খেলা হবে। কিন্তু বাংলাদেশের ইনিংস চলাকালীন ফের বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় তাদের ইনিংস ২৯ ওভারে নামিয়ে আনা হয়। বাংলাদেশের সংশোধিত টার্গেট হয় ১৬৫ রান। সেই টার্গেট তাড়া করতে নেমে ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।
ম্যাচের সেরা বিহান মালহোত্রা
ভারতের ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৮০ রান করেন উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu)। ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ৭২ রান করেন। ভারতের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান বিহান মালহোত্রা (Vihaan Malhotra)। এই অফস্পিনার চার ওভার বোলিং করে ১৪ রান দিয়ে চার উইকেট নেন। অসাধারণ বোলিংয়ের জন্য বিহানই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


