- Home
- Sports
- Cricket
- সিরিজ জিততে থাকছে কোন চমক, দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
সিরিজ জিততে থাকছে কোন চমক, দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
প্রথম টি২০ ম্য়াচে অধিনায়ক হিসেবে শুধু দলকে নেতৃত্ব দেওয়াই নয়, ব্য়াট হাতে বিধ্বংসী রূপে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও নিজের পারফরম্যান্স ধরে রাখাই লক্ষ্য হিটম্যানের।
ইশান কিশান-
রোহিত শর্মা প্রথম ম্য়াচে বিধ্বংসী মেজাজে ব্য়াটিং করার ফলে অপর দিক থেকে ধৈর্যশীল ব্য়াটিং করেছিলেন অপর ওপেনার ইশান কিশান। ৩৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও ব্য়াট হাতে বড় রান করাই লক্ষ্য তার।
বিরাট কোহলি-
একদিনের সিরিজে ৩ ম্য়াচে ২৬ রান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টি২০ ম্য়াচে ব্য়াট হাতে বড় রান পাননি তিনি। খেলেছিলেন ১৭ রানের ইনিংস। দ্বিতীয় টি২০ ম্য়াচে রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি।
ঋষভ পন্থ-
টি২০ সিরিজে কেএল রাহুল না থাকায় সহ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তরুণ ভারতীয় উইকেট রক্ষক ব্য়াটসম্যান ঋষভ পন্থ। তবে প্রথম ম্য়াচে ব্য়াটে রান আসেনি পন্থের। করেছিলেন মাত্র ৮ রান। দ্বিতীয় টি২০ ম্য়াচে রানে ফিরতে মরিয়া ঋষভ পন্থ।
সূর্যকুমাদ যাদব-
প্রথম ম্য়াচে ব্য়াট হাতে দুরন্ত ছন্দে ছিলেন মিডল অর্ডার ব্য়াটসম্য়ান সূর্যকুমার যাদব। ১৮ বলে ৩৪ রানের ম্য়াচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও সুযোগ পেলে ফের ব্য়াট হাতে জ্বলে উঠতে মরিয়া সূর্যকুমার যাদব।
ভেঙ্কটেশ আইয়র-
প্রথম টি২০ ম্য়াচে ব্য়াট হাতে ১৩ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তরুণ ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়র। বল হাতে প্রথম ম্য়াচে ১ ওভার বল করে অধিনায়কের আস্থা অর্জন করেছেন তিনি। দ্বিতীয় ম্য়াচে ভালো পারফর্ম করাই তার লক্ষ্য।
দীপক চাহার-
প্রথম ম্য়াচে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি দীপক চাহার। তবে নতুন বলে ভারতীয় পেস অ্য়াটাকের অন্যতম সেরা ভরসা দীপক চাহার। বল দুদিকেই সুইং করাতে পারেন তিনি। নতুন বলে দলকে সাফল্যও এনে দেন দীপক চাহার। প্রয়োজনে ব্য়াট হাতেও একাদিক উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তিনি।
ভুবনেশ্বর কুমার-
তার বলের ধার আগের থেকে অনেকটা কমলেও নতুন বলে ভারতীয় দলের অন্যতম বড় ভরসার নাম ভবনেশ্বর কুমার। প্রথম ম্য়াচেও ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও নিজের সেরাটা দিতে মরিয়া ভুবি।
যুজবেন্দ্র চাহল-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অনবদ্য বোলিং করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তাকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে ক্য়ারেবিয়ানদের। প্রথম টি২০ ম্য়াচেও ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ম্য়াচে ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী যুজি।
রবি বিষ্ণোই-
আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্য়াচেই অনবদ্য পারফর্ম করেছেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্য়ান অফ দ্যা ম্য়াচ। দ্বিতীয় টি২০ ম্য়াচেও নিজের লেগ স্পিনের ছোঁবলে বিপক্ষকে সমস্যায় ফেলতে প্রস্তুত রবি বিষ্ণোই।
হার্শল প্য়াটেল-
প্রথম টি২০ ম্য়াচে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মিডিয়াম পেসার হার্শল প্য়াটেল। টি২০ ক্রিকেটে ডেথ ওভারে তার স্লোয়ার কতটা কার্যকরী তা প্রমাণিত হয়েছে আইপিএলে। ভারতীয় দলেও সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন। আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন হার্শল।