- Home
- Sports
- Cricket
- দলে নেই বিরাট-পন্থ, তৃতীয় টি২০তে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ
দলে নেই বিরাট-পন্থ, তৃতীয় টি২০তে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
অধিনায়ক হিসেবে সময় খুব ভালো যাচ্ছে রোহিত শর্মার। এখনও পর্যন্ত কোনও সিরিজে হারের মুখ দেখতে হয়নি টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ককে। তারউপর তৃতীয় টি২০ ম্য়াচে নামার আগে টেস্ট দলেরও অধিনায়ক ঘোষণা করা হয়েছে রোহিতকে। শেষ ম্য়াচে ব্য়াট হাতেও জ্বলে উঠতে মুখিয়ে রয়েছে 'হিটম্যান'।
ইশান কিশান-
টি২০ সিরিজে প্রথম ম্য়াচে রান পেয়েছিলেন ইশান কিশান। দ্বিতীয় ম্য়াটে ব্য়াটে রান আসেনি। তৃতীয় ম্য়াচে ঋষভ পন্থ না থাকায় উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে হবে ইশান কিশানকে। ব্য়াট হাতেও রানে ফিরতে মরিয়া তিনি।
রুতুরাজ গায়কোয়াড়-
বিরাট কোহলি তৃতীয় টি২০ ম্য়াচ থেকে বিশ্রাম নিয়েছেন। ১০ দিনের ছুটিতে গিয়েছেন তিনি। সেই জায়গায় তৃতীয় টি২০ ম্য়াচতে সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। দলে থাকলেও দীর্ঘ দিন ধরে সুযোগ পাচ্ছেন না তিনি। আজকের ম্য়াচে সুযোগ পেলে ব্য়াট হাতে বড় ইনিংস খেলাই লক্ষ্য রুতুরাজের।
সূর্যকুমার যাদব-
ভারতীয় টি২০ দলের মিডল অর্ডারে বড় ভরসার নাম বর্তমানে সূর্যকুমার যাদব। প্রথম টি২০-তে ম্য়াচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টি২০ ম্য়াচে রান পাননি তিনি। তৃতীয় ম্য়াচে ব্য়াট হাতে রানে ফিরতে মরিয়া সূর্যকুমার যাদব।
শ্রেয়স আইয়র-
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সেঞ্চুরি করার পর তেমন একটা সুযোগ পাননি শ্রেয়স আইয়র। আজকের ম্য়াচে তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আইপিএলে কেকেআরের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। ইডেনে সুযোগ পেলে বড় রান করাই লক্ষ্য শ্রেয়সের।
ভেঙ্কটেশ আইয়র-
প্রথম দুটি টি২০ ম্য়াচেই ব্য়াট হাতে জ্বলে উঠেছেন ভেঙ্কটেশ আইয়র। দলের জয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মাও। তৃতীয় টি২০ ম্য়াচেও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র।
দীপক চাহার-
নতুন বলে দলকে বারবার উইকেট এনে দিয়েছেন মিডিয়াম পেসার দীপক চাহার। বলকে দুদিকেই সুইং করাতে সক্ষম তিনি। ব্য়াট হাতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারেন দীপক চাহার। শেষ ম্য়াচে আরও একবার ভালো পারফর্ম করাই লক্ষ্য তার।
যুজবেন্দ্র চাহল-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অনবদ্য বোলিং করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তাকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে ক্য়ারেবিয়ানদের। প্রথম ও দ্বিতীয় টি২০ ম্য়াচেও ভালো বোলিং করেছেন। শেষ ম্য়াচে ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী যুজি।
রবি বিষ্ণোই-
আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্য়াচেই অনবদ্য পারফর্ম করেছেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্য়ান অফ দ্যা ম্য়াচ। দ্বিতীয় ম্য়াচেও ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তৃতীয় ম্য়াচেও নিজের লেগ স্পিনের ছোঁবলে বিপক্ষকে সমস্যায় ফেলতে প্রস্তুত রবি বিষ্ণোই।
হার্শল প্য়াটেল-
বল হাতে এই টি২০ সিরিজে খুব একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি ভারতীয় মিডিয়াম পেসার হার্শল প্যাটেল। তৃতীয় টি২০ ম্য়াচে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন হার্শল প্য়াটেল।
আবেশ খান-
দ্বিতীয় ম্য়াচে ভুবনেশ্বর কুমার অনবদ্য বোলিং করেছিলেন ১৯ তম ওভারে। সেই ওভারের সৌজন্যেই জয় পেয়েছিল ভারত। তবে তৃতীয় ম্য়াচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই জায়গায় তরুণ পেসার আবেশ খানকে সুযোগ দেওয়া হতে পারে প্রথম একাদশে।