- Home
- Sports
- Cricket
- IPL 2021 - সাক্ষীই ভারতীয় ক্রিকেটের 'সেলফি কুইন', দেখুন ধোনীর স্ত্রীর ১০ উষ্ণতম নিজস্বী
IPL 2021 - সাক্ষীই ভারতীয় ক্রিকেটের 'সেলফি কুইন', দেখুন ধোনীর স্ত্রীর ১০ উষ্ণতম নিজস্বী
- FB
- TW
- Linkdin
ভারতের প্রাক্তন অধিনায়কের স্ত্রী সবসময়ই লাইমলাইটে থাকেন। ধাওয়া করে বেড়ায় পাপারাজ্জিদের ক্যামেরা। সেসব খুব একটা পছন্দ না হলেও সেলফি তোলা খুবই পছন্দ করেন সাক্ষী।
বিভিন্ন পোশাকে সেলফি তুলে ভক্তদের হৃদয়ে কাঁপন ধরান তিনি। যেমন এই পোলকা ডটেড ড্রেসে মোহময়ী হয়ে উঠেছেন সাক্ষী। সঙ্গে মানানসই অল্প গয়নার সাজ।
আবার কখনও তিনি যেন হটনেসের অবতার। ট্যাঙ্ক টপ-জিনস সঙ্গে সোনালী রঙের অলঙ্কার। ছবিতে তার এক্সপ্রেশনও আলাদা করে চোখে পড়ার মতো।
কখনও বা তাঁকে সেলফি নিতে দেখা গিয়েছে ডেনিম জ্যাকেটে। তলায় অ্যানিমেল প্রিন্টেড টপ। এই পোশাক যেন বলে দিচ্ছে একই সঙ্গে সাক্ষী স্নিগ্ধ আবার বন্যও।
শাড়ি পরে পুরো 'ভারতীয় নারী' অবতারেও দেখা যায় চেন্নাই অধিনায়কের স্ত্রীকে। অফহোয়াইট শাড়ির সঙ্গে অফহোয়াইট ব্লাউজে তাঁর গ্ল্যামার যেন আরও বেড়ে যায়। শাড়ি পরলে সাক্ষীর চোখের মেকআপ হয় আরও গাঢ়। সঙ্গে তাঁর নোজপিন তো থাকবেই, সেটাই যে তাঁর স্বাক্ষর।
সেলফির সঙ্গে গ্রুপফি, অর্থাৎ বন্ধুদের সঙ্গে সেলফি নিতেও স্বচ্ছন্দ সাক্ষী। সেলফি কুইন হিসাবেই তিনি পরিচিত বন্ধু মহলে। পার্টিতে হঠাৎ কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে সাক্ষী গ্রুপফি তো তুলবেনই।
কখনও কখনও তাঁর সদাব্যস্ত স্বামীকেও সাক্ষীর সেলফির অংশ হতে হয়। ছবিতে ২০০৯ সালে তোলা তাদের একটি সেলফি দেখা যাচ্ছে। তখন তাদের বিয়ে হয়নি, মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে কেরিয়ারের মধ্যগগনে।
২০১০ সালে এমএসকে বিয়ে করেছিলেন সাক্ষী। তারপর থেকে বিভিন্ন সময় স্বামী মাঠে থাকলে গ্যালারিতে দেখা গিয়েছে সাক্ষীকে। বিশেষ করে আইপিএল-এ তো গ্যালারিতে তাঁর উপস্থিতি বাধা। আর গ্যালারি থেকেও বিভিন্ন মুহূর্তের সেলফি তুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
২০১৫ সালে জন্ম নিয়েছিল তাঁদের ফুটফুটে মেয়ে জিভা। দ্রুতই সেও মায়ের সেলফি পার্টনার হয়ে উঠেছিল। মেয়েকে নিয়ে অজস্র সেলফি পোস্ট করে থাকেন সাক্ষী।
এখন মায়ের পথ অনুসরণ করে জিভাও সেলফিতে এক্সপার্ট হয়ে উঠেছে। মাত্র ৫ বছর বয়সেই তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১৯ লক্ষেরও বেশি। সাক্ষী যদি সেলফি কুইন হন, তাহলে জিভা অবশ্যই সেলফি প্রিন্সেস।