'ভারত-জামাইকা দুই ভাই', মোদীকে ধন্যবাদ জানিয়ে বললেন কেকেআর তারকা রাসেল
করোনা ভাইরাসের থাবায় বিশ্ব জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কম-বেশি সব দেশ। মৃ্ত্যু মিছিল দেখেছে গোটা বিশ্ব। কিছুটা কমলেও, অব্যাহত রয়েছে ভাইরাসের প্রকোপ। ভারতে শুরু হয়েছে করোনা টিকাকরণও। একইসঙ্গে 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচিতে পৃথিবার বিভিন্ন দেশকে টিকা পাঠাচ্ছে ভারত। সেই কর্মসূচির আওতায় টিকা পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ক্যারেবিয়ান ও আইপিএলে কেকেআরের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল।
- FB
- TW
- Linkdin
দীর্ঘ প্রতিক্ষার পর ভারতে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরণ। প্রথম দফায় প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার পর দ্বিতীয় দফায় সাধারণ জনগণদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।
একইসঙ্গে 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচি নিয়েছে ভারত। যার অন্তর্গত মলদ্বীপ, ভুটান, নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারত করোনা টিকা সরবরাহ করেছে মায়ানমার ও সিশিলিসেও৷ পাকিস্তান ব্যতীত এই ৬টি প্রতিবেশী দেশকে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় তৈরি হয়েছে করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’। সেই টিকা ভারতে উৎপাদন করছে পুণের সিরাম ইনস্টিটিউট। ভারত এই কোভিশিল্ডই পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে৷
এছাড়াও বিশ্বের একাধিক দেশকে টিকা সরাবরাহ করছে ভারত। এই মাসের শুরুতেই জামাইকায় ৫০ হাজার কোভিশিল্ড টিকা পাঠানো হয়েছে। যেটা হাতে পাওয়ার পরেই টুইটের মাধ্যমে জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মোদী সরকারকে।
ভারত জামাইকার আগে গুয়ানাকে ৮০ হাজার কোভিশিল্ড পাঠিয়েছিল৷ যার জন্য স্যার ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস ও রামনরেশ সারওয়ান ভিডিও বার্তা প্রকাশ করে মোদিকে কৃতজ্ঞতা জানিয়ে ছিলেন৷