- Home
- Sports
- Cricket
- এক বছরের ব্যবধানে ফের বাবা হলেন কেকেআর তারকা, দুই মেয়ের পুত্র সন্তানের এল শাকিবের ঘরে
এক বছরের ব্যবধানে ফের বাবা হলেন কেকেআর তারকা, দুই মেয়ের পুত্র সন্তানের এল শাকিবের ঘরে
- FB
- TW
- Linkdin
বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব।
বিয়ের ৩ বছর পর শাকিব ও শিশিরের সংসারে আসে প্রথম সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথম কন্যা সন্তানের বাবা-মা হন শাকিব ও শিশির। প্রথম কন্যাসন্তানের নাম দেন আলাইনা।
এরপর চলতি বছরের প্রথম দিনই তৃতীয় সন্তান আসার কথা জানান শাকিব। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে আবার স্পষ্ট বোঝা যাচ্ছিল শিশিরেরে বেবি বাম্প।
সোশ্যাল মিডিয়ায় শাকিব লেখেন,'সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে সোমবার (১৫ মার্চ, ২০২১) আমরা একটা ফুটফুটে পুত্র সন্তান লাভ করেছি। আলাইনা ও ইররাম নিজেদের ভাইকে পেয়ে ভীষণ খুশি।'
কিছুদিন আগেই আইপিএল নিলামে শাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে পুনরায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএল শুরুর আগে এমন সুখবর পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা শাকিব।