- Home
- Sports
- Cricket
- আইপিএল নিলামের ইতিহাসে প্রতিবছর সব থেকে দামি ক্রিকেটার কারা হয়েছেন, দেখে নিন তালিকা
আইপিএল নিলামের ইতিহাসে প্রতিবছর সব থেকে দামি ক্রিকেটার কারা হয়েছেন, দেখে নিন তালিকা
- FB
- TW
- Linkdin
২০০৮ আইপিএল-
২০০৮ সালে প্রথম আইপিএলে মূল আকর্ষণ ছিল এমএস ধোনিকে কেন্দ্র করে। তার আগে ২০০৭ সালে দেশকে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তাঁকে নেওয়ার জন্য লড়াই চলে চেন্নাই এবং মুম্বইয়ের। শেষ পর্যন্ত ৯ কোটি ৫০ লক্ষ টাকায় ধোনিকে নেয় সিএসকে।
২০০৯ আইপিএল-
২০০৯ সালের আইপিএলে ভারতীয়রা নন, সব চেয়ে দাম পেয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ এবং কেভিন পিটারসেন। ফ্লিনটফকে কিনেছিল চেন্নাই সুপার কিংস এবং পিটারসেনকে নিয়েছিল রয়্য়াল চ্য়ালঞ্জার্স ব্যাঙ্গালোর। ২ ইংরেজ ক্রিকেটারকে নিতেই খরচ পড়েছিল ৯ কোটি ৮০ লক্ষ টাকা।
২০১০ আইপিএল-
২০১০ সালে আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়রন পোলার্ডকে ৪ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তিনি এখনও মুম্বইতে খেলেন। একই দামে কলকাতা কিনেছিল নিউজিল্যান্ডের পেসার শেন বন্ডকে।
২০১১ আইপিএল-
২০১১ সালে কলকাতা ১৪ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কেনে গৌতম গম্ভীরকে। অধিনায়কের জন্য তাঁকে দলে নেওয়া প্রয়োজন ছিল কলকাতার। নিলামে দিল্লির সঙ্গে দড়ি টানাটানি চলতে থাকে তাদের। শেষ পর্যন্ত গম্ভীরকে জিতে নেয় কলকাতাই। গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়নও হয় কেকেআর।
২০১২ আইপিএল-
২০১২ সালে আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন রবীন্দ্র জাদেজা। তাকে দলে নেওয়ার জন্য শেষ পর্যন্ত ঝাপায় চেন্নাই সুপার কিংস। ১২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে শেষ পর্যন্ত জাড্ডুকে জেতে ধোনির দল।
২০১৩ আইপিএল-
২০১৩ সালের আইপিএল নিলামে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্য়াক্সওয়েল। ৬ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আশানরূপ পারফরমেন্স করতে পারেননি অজি তারকা।
২০১৪ আইপিএল-
২০১৪ সালে আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। ১৪ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই বছর ব্য়াট হাতেও আরসিবির হয়ে ভালো পারফর্ম করেছিলেন যুবরাজ সিং।
২০১৫ আইপিএল-
২০১৫ সালের আইপিএলেও সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ সিং। ২০১৪ সালের থেকেও ২ কোটি টাকা বেশি দাম পেয়েছিলেনম তিনি। ১৬ কোটি টাকা দিয়ে দিল্লি ডেয়ারডেভিলস কিনেছিল যুবরাজ সিংকে।
২০১৬ আইপিএল-
২০১৬ সালে আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। ৯ কোটি ৫০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছিল রয়্যাস চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরে সিএসকে থেকে অবসর নেন তিনি।
২০১৭ আইপিএল-
২০১৭ সালের আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন ইংল্য়ান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ১৪ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তাকে কিনেছিল সেবারের নতুন আইপিএল দল রাইজিং পুনে সুপার জায়ান্টস।
২০১৮ আইপিএল-
২০১৮ সালের আইপিএলেও সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন বেন স্টোকস। ১২ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস দল। ২০২২ আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার।
২০১৯ আইপিএল-
২০১৯ সালে ২ ভারতীয় ক্রিকেটার ছিলেন সব চেয়ে দামি। বরুণ চক্রবর্তীকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কেনে কলকাতা। দুবাইয়ে তিনি বুঝিয়ে দেন যে কেন তাঁকে এত দাম দিয়ে কিনেছিল কলকাতা। অন্য দিকে জয়দেব উনাদকটকে একই দামে কিনেছিল রাজস্থান রয়্যালস।
২০২০ আইপিএল-
২০২০ সালের আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্য়াট কামিন্স। ১৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে ভালো পারফর্মও করেছিলেন তিনি।
২০২১ আইপিএল-
২০২১ সালের আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। তাকে ১৬.২৫ কোটি দিয়ে তাকে কেনে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে ক্রিস মরিসই এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার।