T20 WC 2021, Aus vs NZ ফাইনালে হয়েছে একগুচ্ছ রেকর্ড, জানা আছে কী আপনার
- FB
- TW
- Linkdin
পুরুষদের টি২০ বিশ্বকাপের সাতটি ফাইনালের মধ্যে যে ৬টি দল টস জিতেছে তারাই ফাইনালে জয় লাভ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নামও। ফাইনাল খেলা হয়েছিল দুবাইতে। যেখানে ১০ চি ম্যাচেই দ্বিতীয় ব্যাট করে দল জয় পেয়েছে। যার মধ্যে ৯টিতেই টস জয়ী দল ম্যাচ জিতেছে।
শুধু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম নয়, টি২০ বিশ্বকাপে আরব আমিরশাহির অন্য়ান্য দুই মাঠ আবুধাবি ও শারজাতেও যেই দল টস জিতে দ্বিতীয় ব্যাটিং করেছে তারাই বেশি জয় পেয়েছে। এরআগে কোনো টি২০ বিশ্বকাপে এত ম্যাচ রান তাড়া করে জেতেনি কোনও দেশ।
টি২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া সবচেয়ে বড় রান তাড়া করে ম্যাচ জয়ের দিক থেকেও রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এই রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের নামে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের দেওয়া ১৫৬ রান তাড়া করে ম্য়াচ জিতেছিল ক্যারেবিয়ানরা। ২০২১ ফাইনালে ১৭২ রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই প্রথম কোনও রেকর্ড গড়ার এক ঘণ্টার মধ্যে তা ভেঙে গেল। রবিবারের কেন উইলিয়ামসন ৩২ বলে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড টি২০ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রকের্ড গড়েছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ঘণ্টা খানেকের ব্যবধানেই ৩১ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড ভেঙে দেন।
ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৮৫ রান করেন। যা টি২০ বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বড় ইনিংস। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে সফল তাড়া করার সময় মার্লন স্যামুয়েলস অপরাজিত ৮৫ রান করেছিলেন। তবে বল বেশি খেলেছিলেন কেন উইলিয়ামসনের থেকে।
এক টি২০ বিশ্বকাপে করা অস্ট্রেলিয়ার হয়ে সর্রবাধিক রান করার রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার এই বিশ্বকাপে করেছেন ২৮৯ রান। ম্য়ান অব দ্যা সিরিজও নির্বাচিত হয়েছেন তিনি। একইসঙ্গে ২০১১ সালে কেভিন পিটারসনের পর ডেভিড ওয়ার্নার একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ী দল থেকে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।
টি২০ বিশ্বকাপ ২০২১ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মার্শ। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন। যা অস্ট্রেলিয়ার যেকোনও খেলোয়াড়ের থেকে সবচেয়ে বেশি। ১০২৩ রান প্রথম স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান ও ৮২৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছে বাবর আজম।
বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার স্টার্ক ফাইনাল ম্যাচে ৪ ওভারে ৬০ রান দেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রেকর্ড। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত কোনো বোলার এত রান খরচ করেনি। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান দেওয়া ৫ বোলারের তালিকায় উঠে এসেছেন তিনি।