- Home
- Sports
- Cricket
- Wisden Best Test 11: বাদ বিরাট কোহলি, দলে ৪ ভারতীয়, দেখে নিন উইজডেনের সেরা টেস্ট একাদশ
Wisden Best Test 11: বাদ বিরাট কোহলি, দলে ৪ ভারতীয়, দেখে নিন উইজডেনের সেরা টেস্ট একাদশ
উইজডেন (Wisden) নিজেদের সেরা টেস্ট একাদশ (Best Test 11) ঘোষণা করেছে। কিন্তু দীর্ঘ বছর পর উইজডেনের টেস্ট একাদশ থেকে বাদ পড়েছেন ভারত অধিনায়ক (Indian Captain) বিরাট কোহলি (Virat Kohli)। লাগাতার ব্যাট রানের খরার কারণেই জায়গা হয়নি বিরাটের। প্লেয়ারদের সাম্প্রতিক ফর্নের নিরিখেই এই একাদশ ঘোষণা করে উইজডেন। বিরাট কোহলি জায়গা না পেলেও দলে রয়েছেন ৪ জন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)। এক ঝলকে দেখে নিন উইজডেনের সেরা টেস্ট একাদশ (Wisden Best Test 11) ।
| Published : Nov 28 2021, 01:14 PM IST
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
উইজডেনের প্রথম একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছে ভারতীয় টি২০ দলের নতুন অধিনায়র রোহিত শর্মা। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে অনবদ্য ফর্মে ছিলেন হিটম্যান। ৪৩টি ম্যাচ খেলে ৪৬.৮৭ গড়ে ৩০৪৭ রান সংগ্রহ করেছেন হিটম্যান। সেঞ্চুরি করেছেন ৮টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১২ রান।
মার্নাস ল্যাবুশান-
তালিকায় দ্বিতীয় ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন বর্তমানে টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান অজি তারকা মার্নাস লাবুশানে। ১৮ ম্যাচে ৬০.৮০ গড়ে ১৮৮৫ রান সংগ্রহ করেছেন মার্নাস। সেঞ্চুরি করেছেন ৫টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৫ রানের।
জো রুট-
তালিকায় তৃতীয় নম্বর ও প্রথম ডাউন হিসেবে দলে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তবে দলে থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়নি তাকে। ৫০.১৫ গড়ে ১০১ ম্যাচে ৯২৮৭ রান সংগ্রহ করেছেন রুট। সেঞ্চুরি করেছেন ২৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৫৪ রানের।
স্টিভ স্মিথ-
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়র ও টেস্ট ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ৬১.৮০ গড়ে ৭৭ ম্যাচে ৭৫৪০ রান সংগ্রহ করেছেন স্মিথ। সেঞ্চুরি করেছেন ২৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৩৯ রানের।
কেন উইলিয়ামসন-
উইজডেনের সেরা টেস্ট দলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৫ ম্যাচে ৫৩.৯৫ গড়ে ৭২৩০ রান করেছেন কিউয়ি দলনায়ক। সেঞ্চুরি করেছেন ২৪টি। সর্বোচ্চ ইনিংস ২৫১ রানের।
মহম্মদ রিজওয়ান-
সেরা টেস্ট একাদশে উইকেট কিপার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। টি২০ বিশ্বকাপেও দুরন্ত ফর্মে ছিলেন তিনি। টেস্টে ১৭ ম্যাচে ৪১.৫৪ গড়ে ৯১৪ রান করেছেন রিজওয়ান। সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৫ রানের।
রবীন্দ্র জাদেজা-
টেস্ট দলে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। টেস্ট ক্রিকেটে ব্যাট বলে অনবদ্য পারফর্ম করেছেন তিনি। ৫৬ ম্যাচে ২৪.৯৬ গড়ে ২২৭টি উইকেট নিয়েছেন। ৯ বার ইনিংসে ৫ উইকেট দখল করেছেন। সেরা বোলিং ৪৮ রানে ৭ উইকেট। ব্যাট হাতে ৩৪.০৪ গড়ে ২১৪৫ রান সংগ্রহ করেছেন। ১টি সেঞ্চুরি করেছেন।
রবিচন্দ্রন অশ্বিন-
দলে একমাত্র স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতের তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৭৯ ম্যাচে ২৪.৫৬ গড়ে ৪১৩টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩০ বার। সেরা বোলিং ৫৯ রানে ৭ উইকেট।
প্যাট কামিন্স-
দলে পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম বোলার প্যাট কামিন্স। অ্যাসেজ সিরিজে অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। ৩৪ ম্যাচে ২১.৫৯ গড়ে ১৬৪টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৫ বার। সেরা বোলিং ২৩ রানে ৬ উইকেট।
জেমস অ্যান্ডারসন-
দলে অভিজ্ঞ পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী পেসার জেমস অ্যান্ডারসন। কেরিয়ারে ১৬৬টি ম্যাচে ২৬.৬২ গড়ে ৬৩২টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩১ বার। সেরা বোলিং ৪২ রানে ৭ উইকেট।
জসপ্রীত বুমরাহ-
দলে তৃতীয় পেসার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। অল্প সময়ে টেস্ট ক্রিকেট নিজের প্রতিভাকে তুলে ধরেছেন তিনি। বুমরা ২৪টি টেস্টে ২২.৭৯ গড়ে ১০১টি উইকেট দখল করেছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৬ বার। সেরা বোলিং ২৭ রানে ৬ উইকেট।