পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটাররা কাড়তে পারে কোহলিদের রাতের ঘুম, জানালেন সচিন তেন্ডুলকর
First Published Dec 15, 2020, 7:43 PM IST
১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়াটেস্ট সিরিজ।প্রথম ম্য়াচেই অ্য়াডিলেডে ক্রিকেটের ইতিহাসে পিঙ্ক বল টেস্ট অর্থাৎ দিন রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে পিঙ্ক বল টেস্টে অপ্রতিরোধ্য ব্যাগি গ্রিণরা। লাল বলের থেকে পিঙিক বলে খেলাটা যে কঠিন তা দিন-রাতের টেস্টের পরিসংখ্যান থেকেই প্রমাণিত। ফলে আসন্ন পিঙ্ক বল টেস্ট কোন কোন অস্ট্রেলিয়ার প্লেয়ার ভারতীয় দলের জন্য সমস্যা তৈরি করতে পারে তা জানিয়ে দিলেন খোদ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

পিঙ্ক বল টেস্ট শুরুর আগে কার্যত ভারতীয় দলকে সতর্ক বার্তা দিয়ে রাখলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। জানালেন, অস্ট্রেলিয়ার ব্য়াটিং বিভাগের মূলত তিন জন ব্যাটসম্যান ত্রাস হয়ে উঠতে পারে ভারতীয় দলের কাছে।

সচিন তেন্ডুলকর বলেছিলেন,অস্ট্রেলিয়া দলে তিনজন দারণ ক্রিকেটার রয়েছে। ওয়ার্নার, স্মিথ আর লাবুশানে। তাছাড়া ভারতের বিরুদ্ধে শেষবার অস্ট্রেলিয়া যে দল নামিয়েছিল, তার চেয়ে এবার দল অনেক বেশি শক্তিশালী।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন