- Home
- Sports
- Cricket
- বিরাট কোহলির দুর্বলতা, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই বলে দিলেন প্রাক্তন তারকা
বিরাট কোহলির দুর্বলতা, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই বলে দিলেন প্রাক্তন তারকা
- FB
- TW
- Linkdin
সাউদ্যাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে বসতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম ফাইনাল ম্য়াচ জিতে টেস্ট ক্রিকেটে ইতিহাসের পাতায় নাম লেখাতে মরিয়া দুই দল।
ভারতীয় দলে একাধিক তারকা ব্যাটসম্যান রয়েছে। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির উইকেটের মর্ম যে সবার থেকে আলাদা তা ভালো করেই জানেন নিউজিল্যান্ডের বোলাররা।
সেই কারণেই আইপিএলে একসঙ্গে আরসিবিতে খেলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের বল দিয়ে বিরাট কোহলিকে বল করতে রাজি হননি পেসার কাইল জেমিসন।
গ্লেন টার্নার বলেন,'স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বলের সুইং ও লেংথ মোকাবিলা করতে বিরাট কোহলিকে কতটা সমস্যায় পড়তে হয় সেটা নতুন ভাবে অনুমান করার প্রয়োজন নেই। '
এছাড়াও টার্নার বলেন, গত বছর আমাদের দেশে কিংবা এর আগে ইংল্যান্ডে বল সুইং করলে বিরাট কোহলির কতটা সমস্যা হয় সেটা বোঝা গিয়েছিল। তাই সেটাই বজায় রাখার কথা বলেন তিনি।
প্রাক্তন কিউই অধিনায়কের দাবি,জুন মাসের এই সময় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের আবহাওয়া অনেকটা একই রকম। তাছাড়া বিশ্ব টেস্ট ফাইনালের আগে কেন উইলিয়ামসনের দল দুটো টেস্ট খেলে ফেলবে। তাই ১৮ জুন থেকে শুরু হতে চলা ফাইনালে তাঁর দেশ এগিয়ে আছে।
২০২০ সালে শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেখানে দুই টেস্টের ৪ ইনিংসে মাত্র একবার ২০০ রান করতে পেরেছিল টিম ইন্ডিয়া। কোহলির ব্য়াট থেকে ২ ম্য়াচে এসেছিল মাত্র ৪১ রান।
তবে এইসব কিছু নিয়ে বাবতে নারাজ ভারতীয় ক্রিকেট দল। রোজ বোলে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে বিরাট কোহলির দল। ফাইনালের আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।