- Home
- Sports
- Cricket
- বিয়ের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় হানিমুন, দেখুন চাহল-ধনশ্রীর ঘনিষ্ঠ-রোমান্টিক মুহূর্তের ছবি
বিয়ের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় হানিমুন, দেখুন চাহল-ধনশ্রীর ঘনিষ্ঠ-রোমান্টিক মুহূর্তের ছবি
- FB
- TW
- Linkdin
গত বছর ৮ অগস্ট এনগেজমেন্ট সারার ২২ ডিসেম্বর গুরগাঁওতে সাত পাকে বাঁধা পড়েছে যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা।
বিয়ের কয়েক দিন পরই হানিমুনের জন্য দুবাই পাড়ি দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ও ইউটিউবার জুটি।
দুবাইতে গিয়ে নিজেদের একাধিক সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন চাহল ও ধনশ্রী।
এবার বিয়ের কয়েক মাসের মধ্যে দ্বিতীয় হানিমুনে বেরিয়ে পড়েছে এই তারকা জুটি। এবার তাদেপ ডেস্টিনেশন মলদ্বীপ।
মলদ্বীপের সমুদ্রতটে একান্তে সময় কাটাতে দেখা গেল চাহল ও ধনশ্রীকে। চুটিয়ে উপভোগ করছেন তাদের কোয়ালিটি টাইম।
মলদ্বীপের সমুদ্র সৈকতে ঘনিষ্ঠ মুহূর্তেও দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মাকে। যেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
শুধু ঘনিষ্ঠ মুহূর্ত নয়, নতুন দম্পতিকে একে অপরের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে। যা পছন্দ করেছে নেটিজেনরা।
ছবি শেয়ার করেন ধনশ্রী ভার্মা সুন্দর একটি ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন, 'স্বর্গ আমাদের পায়ের নীচে পাশাপাশি আমাদের মাথার উপরে'।
সমুদ্র সৌকতে বোটের উপর একান্তে সময় কাটাচ্ছেন ধমশ্রী। সেই ছবি শেয়ার করার পরই তা খুবই পছন্দ করেছেন তান ভক্তরা।
মলদ্বীপের গিয়ে স্কুবা ড্রাইভিং করেছেন ধনশ্রী ভার্মা। যেই ছবিতে একে অপরকে লাভ সাইন দেখিয়েছেন চাহল ও ধনশ্রী।