কলকাতায় ফ্যাশন ওয়াক, র্যাম্প-এ নজর কাড়লেন অর্জুন-জাহ্নবী
এক বেসরকারি পানীয় সংস্থার উদ্যোগে শুরু হল কলকাতায় হয়ে গেল ফ্যাশন ট্যুর। সেখানেই উপস্থিত ছিলেন বি-টাউনের দুই সেলিব্রিটি অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর। কলকাতার এক পাঁচতারা হোটেলে বুধবার অনুষ্ঠিত হল এই ফ্যাশন শো। কলকাতা থেকেই শুরু হল এই ফ্যাশন ট্যুর ২০২০। এরপর হায়দ্রাবাদ, মুম্বই ও দিল্লিতে অনুষ্ঠিত হবে ফ্যাশন শো।
17

ফ্যাশনের নতুন মুখের চমক এবার র্যাম্প-এ। বুধবার ফ্যাশন ট্যুরে সেজে উঠল কলকাতার এক পাঁচ তারা হোটেল।
27
পোশাক ডিজাইনার অনামিকা খান্না নিয়ে এলেন কলকাতা ট্যুরে চোখ ধাঁধাঁনো পোশাকের সম্ভার। ফ্যাশন দুনিয়ার নতুন মুখদের সাজিয়ে তোলা হল অনবদ্য লুককে।
37
এই ফ্যাশন টুরেই কলকাতায় এসে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর। তাঁর পড়নেও ছিল এদিন অনামিকার পোশাক।
47
ফ্যাশন শো-এর শো স্টপার হয়ে সকলের নজর কাড়লেন জাহ্নবী কাপুর। নতুন মুখেদের ভিড়ে এদিন সকলকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী।
57
ফেব্রুয়ারি মাসে এই ট্যুরের তালিকায় রয়েছে তিন জায়গা। ১ ফেব্রুয়ারি হায়দ্রাবাদ, ১৫ ফেব্রুয়ারি দিল্লি ও ২২ ফেব্রুয়ারি মুম্বই।
67
অনামিকার পর হায়দ্রাবাদে মডেলদের সাজিয়ে তুলবেন মনিশ মালহোত্রা। কলকাতা থেকেই শুরু করা হল এই ফ্যাশন ট্যুর।
77
নতুনদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি ফ্যাশন জগতে নিয়ে আসা একগুচ্ছ ফ্রেশ মডেল। এই শো-এর মধ্যে দিয়েই প্রকাশ্যে এল অনামিকার নতুন কালেকশন।
Latest Videos