একাধিক সঙ্গমের দৃশ্যে শ্যুট, সঙ্গমই কাছাকাছি এনেছিল বিপাশা-করণকে
- FB
- TW
- Linkdin
বিপাশা বসুর সঙ্গে জন আব্রাহমের সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটবে কোনও দিন এমনটা কেউ ভাবেনি।
বিপাশা বসু ও জোনের মতে তাঁরা একে অন্যের জন্য ভালোবাসা হারাচ্ছিলেন। একসঙ্গে থাকার থেকে ছেড়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্তই ঠিক মনে হয়েছিল দুই তারকার।
এরপরই অ্যালোন ছবির সেটে বিপাশার সঙ্গে দেখা হয় করণ সিং গ্রোভরের। ছবির কাজ চলার সময় কাছাকাছি আসেন দুই তারকা।
একাধিক বোল্ড দৃশ্য ভরপুর ছিল অ্যালোন ছবি। সেখান থেকেই শুরু হয় সম্পর্কের নয়া সমীকরণ। পর্দায় ঝড় তুলেছিল এই ছবি।
তবে তখনও অনেকরই কাছে স্পষ্ট হয়নি যে একে অন্যের মনেও ঝড় তুলেছেন এই দুই স্টার।
অ্যালোন ছবি মুক্তির ঠিক আগের দিনই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন করণ। তখনই অনেকেই আঁচ করেছিলেন এই সম্পর্কের খবর।
এরপর সর্বত্রই তাঁদের একই সঙ্গে দেখা যেত। ফ্যাশন শো থেকে শুরু করে কোনও বিশেষ অনুষ্ঠান, একই সঙ্গে হাত ধরে হাজির হতেন এই দুই তারকা।
বেশিদিন নিজেদের সম্পর্কের কথা গোপনও রাখেননি তাঁরা। মহা ধুমধামে বিয়ের পিঁড়িতে আরও একবার বসেছিলেন তাঁরা। এরপর কেবল ছবির পর্দায় নয়, হট পোস্টে ভরে উঠতে থাকে নেট দুনিয়ার পাতাও।
হানিমুনের চুমুর দৃশ্য থেকে শুরু করে একান্তে ঘনিষ্ট, নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে চলেছেন এই জুটি।
৩০ এপ্রিল বিবাহ বার্ষিকী, সেই দিনটি বিশেষ করে তুলতেই এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। নিজে হাতে বানাচ্ছেন অনেক কিছুই।