- Home
- Entertainment
- Bengali Cinema
- 'এর থেকে পোশাকের দোকান দিলেন ভালো হত', নুসরতের গোপন ইচ্ছের কথা ফাঁস করলেন মিমি
'এর থেকে পোশাকের দোকান দিলেন ভালো হত', নুসরতের গোপন ইচ্ছের কথা ফাঁস করলেন মিমি
সম্প্রতি কলকাতার বুকে এক পাঁচতারা হোটেলে প্রকাশ্যে এল নুসরত ও নিখিলের ড্রিম প্রোজেক্ট। রঙ্গোলি নয়, এবার তার পরাশাপাশি নতুন প্রজন্মকে চমক দিতে অভিনেত্রী হাজির করলেন একরাশ নতুন পোশাকের কালেকশন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেই খুনসুটিতে মাতলেন মিমি-নুসরত।
110

সকালে উঠে মেক-আপ করা, শ্যুটিং ফ্লোরের প্রস্তুতি। এমনই এক সময় ঘুম ভেঙে নুসরত মিমিকে বলে ছিলেন, যদি একটা পোশাকের দোকান থাকত, তবে এত সকালে উঠে শ্যুটিং-এ যেতে হত না।
210
গোপন এই কথোপোকথন এবার প্রকাশ্যে ফাঁস করলেন মিমি চক্রবর্তী। প্রকাশ্যেই তিনি জানালেন, নুসরতের আগে থেকেই ইচ্ছে ছিল পোশাক নিয়ে কাজ করার।
310
সম্প্রতি নুসরত ও নিখিলের নতু প্রজেক্ট ইউভ-এর মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউডের একাধিক তারকা।
410
সেই তালিকাতে অন্যতম অতিথি হিসেবে লেখা ছিল মিমি চক্রবর্তীর নাম। শনিবর এই ব্র্যান্ড মুক্তির পার্টিতে ইউভ কালেকশনেই হাজির হন দুই তারকা।
510
মধ্যরাতের এই পার্টিতেই খুনসুটিত মাতলেন মিমি-নুসরত। একবছর প্রায় একই সঙ্গে পথ চলা।
610
সাফল্যের সিঁড়ি যেন একই ছাঁচে গড়া দুই তারকার জন্য। টলিউডে পা রাখার পর থেকেই এই জুটির বন্ধুত্ব গাঢ হয়ে ওঠে।
710
810
মান-অভিমানের পালা মিটিয়ে এখন তাঁরা টলিউডের সফল দুই অভিনেত্রী পাশাপাশি, দুই সাংসদও বটে।
910
দুজনেই এবার কেরিয়ারে দুই নয়া মোড় নিলেন। মিমি চক্রবর্তীর গানের জগত, আর নুসরত জাহানের ফ্যাশন স্টেটমেন্ট।
1010
ফ্যাশন শো-তে পোশাক-এর কালেকশন রিভিল করলেন এদিন নুসরত সহ একগুচ্ছে মডেল।
Latest Videos