- Home
- Entertainment
- Bengali Cinema
- মুখে মাস্ক পরে ফোটোশ্যুটে ট্রোলড হলেন স্বপ্না চৌধুরী, হাসির রোল উঠল নেটদুনিয়ায়
মুখে মাস্ক পরে ফোটোশ্যুটে ট্রোলড হলেন স্বপ্না চৌধুরী, হাসির রোল উঠল নেটদুনিয়ায়
| Published : Mar 25 2020, 12:32 PM IST
মুখে মাস্ক পরে ফোটোশ্যুটে ট্রোলড হলেন স্বপ্না চৌধুরী, হাসির রোল উঠল নেটদুনিয়ায়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
করোনা আতঙ্কে গ্রাস করেছে গোটা বিশ্বকে। অভিনেতা থেকে অভিনেত্রী, সাধারণ মানুষ প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি।
29
মহামারি থেকে নিজেকে বাঁচাতে সমস্ত সচেতনতা অবলম্বন করেছেন প্রত্যেকেই। সেই তালিকায় রয়েছেন দেশি গার্ল স্বপ্না চৌধুরী।
39
করোনা আতঙ্কের মধ্যে ফোটোশ্যুটে মত্ত হলেন হরিয়ানার জনপ্রিয় সেলেব স্বপ্না চৌধুরী।
49
করোনা আতঙ্কের মধ্যে ঘরবন্দি হয়ে সেলেবরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। কেউবা ফোটোশ্যুট করছেন, কেউবা আঁকছেন আবার কেউ কেউ পরিবারের সঙ্গে সময় কাটচ্ছেন।
59
কালো রঙের ফুল গাউন পরে হট পোজ দিয়ে ছবিতে ভাইরাল হয়েছেন স্বপ্না।
69
তবে শুধু গাউনই নয়, পোশাকের সঙ্গে ম্যাচ করে কারুকার্য করা মাস্ক পরেছেন স্বপ্না, যা নিয়েই জোর সমালোচনা শুরু হয়েছে।
79
ডিজাইন করা মাস্কের ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে।
89
ইতিমধ্যেই সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।
99
মুহূর্তের মধ্যে তার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি স্বপ্না।