- Home
- Entertainment
- Bengali Cinema
- তবে কি বিয়ের প্রস্তুতি শুরু, পাক ক্রিকেটারের সঙ্গে প্রকাশ্যে 'বাহুবলি নায়িকা'
তবে কি বিয়ের প্রস্তুতি শুরু, পাক ক্রিকেটারের সঙ্গে প্রকাশ্যে 'বাহুবলি নায়িকা'
- FB
- TW
- Linkdin
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।
সম্প্রতি বাহুবলি নায়িকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে।
ছবিটিতে একটি গয়নার দোকানে তামান্না এবং আবদুলকে দেখা যাচ্ছে। দুজনের হাতেই রয়েছে গয়না। এই ছবি প্রকাশ্যে আসতেই তাদের বিয়ের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।
তবে বিয়ের এই জল্পনার খবরে মুখ খুলছেন অভিনেত্রী নিজে। তিনি জানিয়েছেন তার সঙ্গে রজ্জাকের কোনও সম্পর্ক নেই। তবে তারা দুজন ভাল বন্ধু।
তামান্না আরও জানিয়েছেন, ছবিটি অনেকদিন আগেকার। ২০১৭ সালে দুবাইয়ের একটি অনুষ্ঠানে তোলা। সেখানেই তার সঙ্গে রজ্জাকের দেখা হয়েছিল। তারপর থেকেই পেজ-থ্রির শিরোনামে চলে আসেন দুজনেই।
তামান্না এই খবরটাকে পুরোপুরি মিথ্যা বলেই দাবি করেছেন। এই খবরের কোনও সত্যতা নেই বলেই তিনি জানিয়েছেন।
কিন্তু নেটিজেনরা এখনও সেই দাবি মেনে নিতে পারছেন না কারণ তিনি এখনও সিঙ্গল রয়েছেন। এর পাশাপাশি এখন যে তার বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাও স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী।
অনেকেও এও মনে করেছেন, তিনিও কি সানিয়া মির্জার পথেই হাঁটছেন। সানিয়ার মতোই কি পাকিস্তানে ঘর বাঁধবেন তামান্না। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন টেনিস তারকা সানিয়া মির্জা। বর্তমানে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।
লকডাউনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বালিশ চ্যালেঞ্জ।পুরো খোলা শরীরে শুধুমাত্র একটা বালিশ দিয়েই স্টাইলিশ ভঙ্গিতে এই চ্যালেঞ্জ নিয়ে নেটদুনিয়া কাঁপাচ্ছেন তামান্না। বালিশ জড়িয়ে মাটিতে শুয়ে বোল্ড অবতারে নেটিজেনদের নজর কেড়েছেন বাহুবলি নায়িকা।
আপাতত বালিশ চ্যালঞ্জ নিয়েই সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটের শীর্ষে রয়েছে তামান্না ভাটিয়া। তার শরীরী ভঙ্গিমা দেখতে নেটদুনিয়ায় উপচে পড়ছে ভিড়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই ছবি।