পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ওয়েন রুনি, এবার নতুন ভূমিকায় ইংল্যান্ড তারকা
- FB
- TW
- Linkdin
নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ থেকে শুরু করে একাধিক ট্রফি জিতেছেন ইংল্যান্ডের মহাতারকা ওয়েন রুনি।
ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নামও ওয়েন রুনি। ম্যান ইউর জার্সি গায়ে প্রিমিয়ার লিগে ৩৯৩টি ম্যাচে ১৮৩টি গোল রয়েছে তার।
ইংল্যাবন্ডের জার্সি গায়ে ১২০ ম্যাচে ৫৩টি গোল করেছিলেন ওয়েন রুনি। । ২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার।
তবে ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছিলেন রুনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বিদায় জানানোর পর মেজর লিগ সকারেও খেলেছিলেন তিনি। তবে শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাব ডার্বি কাউন্টির প্লেয়ার ও কেচের যুগ্ম দায়িত্ব সামলাচ্ছিলেন রুনি।
ফুটবলকে বিদায় জানালেও ডার্বির কাউন্টির কোচিংয়ের দায়িত্ব সামলাবেন তিনি। নতুন ভূমিকা সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন ' প্রথম ইংল্যান্ডে খেলতে গিয়ে আমি ডার্বির ব্যবস্থাপনা দেখে অবাক হয়ে যাই। ওদের ট্রেনিং গ্রাউন্ড, ফ্লাডলাইট,জিম সমস্ত ব্যবস্থাপনা দুরন্ত। আমার কাছে অন্য অফার থাকা সত্ত্বেও তাই আমি ডার্বির প্রস্তাবটা গ্রহন করি। জিম স্মিথ, ল্যাম্পার্ড,কোকুদের জায়গায় স্থলাভিষিক্ত হতে পারাটা অত্যন্ত সম্মানের।'