ডার্বির আগেই চমক এসসি ইস্টবেঙ্গলের, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অনুশীলন লাল-হলুদ কোচের
First Published Nov 25, 2020, 2:37 PM IST
২৭ তারিখ আইএসএলের প্রথম ডার্বি ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত চির প্রতীদ্বন্দ্বী দুই দল এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। তবে ম্যাচের আগে অভিনব ক্যামেরার মাধ্যমে দলকে অনুশীলন করিয়ে সকলকে চমকে দিলেন লাল-হলুদ কোচ রবি ফাওলার।

শুক্রবার আইএসএলের ইতিহাসে প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবলের চিরপ্রতীদ্বন্দ্বী দুই দল এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। ডার্বির আগে দলকে প্রস্তুত করতে কোনও খামতি রাখছেন না লাল-হলুদের তারকা কোচ রবি ফাওলার।

ইস্ট-মোহন ডার্বি প্রসঙ্গে জানেন লাল-হলুদের বিদেশি কোচ। এই ম্যাচের চাপ যে আলাদা তাও বুঝতে পেরেছেন সমর্থকদের আবেগ দেখে। প্লেয়াররাও এই ম্যাচ নিয়ে আবেগে ভাসেন। কিন্তু ফাওলার তার দলকে আবেগ নয়, মস্তিষ্ক প্রয়োগের কথা বলেছেন রবি ফাওলার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন