- Home
- Sports
- Football
- তার রূপ ও যৌবনের আগুনে কাহিল ফুটবল বিশ্ব, দেউলিয়া ক্লাব কিনে নজির গড়েছিলেন 'হটেস্ট ফুটবল এজেন্ট'
তার রূপ ও যৌবনের আগুনে কাহিল ফুটবল বিশ্ব, দেউলিয়া ক্লাব কিনে নজির গড়েছিলেন 'হটেস্ট ফুটবল এজেন্ট'
- FB
- TW
- Linkdin
২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রোমের ক্লাব এএফসি হারম্যানস্ট্যাড। ২০১৮ সাল পর্যন্ত প্রোমোশন এবং বাকি সব কিছুর নিরিখেই এক নম্বর জায়গাটি পাকা করে রেখেছিল জনপ্রিয় এই ফুটবল ক্লাব। তারপর থেকে থেকেই ঋণের বোঝায় ডুবে য়ায় ক্লাবটি। এএফসি হারম্যানস্ট্যাড ক্লাবের ঋণের বোঝা আনুমানিক পরিমাণ প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার। ক্লাবের উঠে যাওয়া প্রায় নিশ্চিত। সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন হটেস্ট ফুটবল এজেন্ট আনামারিয়া প্রোডান।
একেই হয়তো বলে ফুটবল প্রেম। এএফসি হারম্যানস্ট্যাড ক্লাবকে নতুন জীবন দেন ৪৭ বছরের প্লেবয় মডেল আনামারিয়া প্রোডান। ক্লাবটি কিনে নিয়ে ক্লাব কর্তৃপক্ষ, প্লেয়ার ও সনমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন এই হট মডেল।
সাম্প্রতিক অতীতে ফুটবল বিশ্ব এত বড় লগ্নি দেখেনি। কোনও মডেলের এমন বিশাল একটি ফুটবল ক্লাব টেক ওভার করে নেওয়ার ঘটনা সত্যিই নজিরবিহীন। শুধু রোমের ফুটবল ফেডারেশন নয়, গোটা ফুটবল বিশ্ব আনামারিয়ার ভূমিকাকে কুর্ণিশ জানিয়েছে।
যদিও কত টাকা দিয়ে ক্লাবটি তিনি কিনেছেন সে বিষয়ে কিছুই জানাননি মডেল আনামারিয়া প্রোডান। এমনকী লগ্নি বিষয়ক কোনও তথ্য জানানো হয়নি এএফসি হারম্যানস্ট্যাড ক্লাব কর্তৃপক্ষের তরফেও।
যদিও রোমানিয়ান বেশ কিছু মিডিয়ার তরফে এএফসি হারম্যানস্ট্যাড ক্লাবের ঋণের বোঝার একটা আনুমানিক হিসেব প্রকাশ করা হয়। ভারতীয় টাকায় যে হিসেবটা দাঁড়ায় প্রায় ৭ কোটি ৫৫ লক্ষ টাকার কাছাকাছি।
এত বিপূল পরিমাণ টাকা দিয়ে ক্লাব পুরো কিনে নেওয়া মুখের কথা নয়। সিবিউ-র এই বিখ্যাত ফুটবল ক্লাবটি কিনে নেওয়ার পর ৪৭ বছরের ওই মডেল বলেছিলেন, "হারম্যানস্ট্যাড-কে নতুন জীবন দিয়ে আমরা সত্যিই খুব খুশি। এতে আখেরে ক্লাবের মূল্য বিশ্ব দরবারে আরও বাড়ল।"
এর আগে দুটি রোমানিয়ান ক্লাবের এগজিকিউটিভ চেয়ারম্যান ছিলেন আনামারিয়া। প্রাক্তন চেলসি ফরওয়ার্ড আদ্রিয়ান মুতু ছিলেন আনামারিয়ার অন্যতম হাই-প্রোফাইল ক্লায়েন্ট। এছাড়া একাধিক ফুটবল প্লেয়ারের ক্লায়েন্ট আনামারিয়া।
নতুন ক্লাবের দায়িত্বভার নেওয়ার পর ক্লাবের পাশে সর্বতভাবে দাঁড়ানোর আশ্বা দেন আনামারিয়া। আগামী মরসুমে ভাল দল গঠন ও দলের পারফরমেন্স যেন ভাল হয় সেদিকেও নজর দেবেন বলে জানিয়েছেন হটেস্ট ফুটবল এজেন্ট।
এছাড়া নিজেও বরাবর খুব সৌখিন বলেই পরিচিত আনামারিয়া। তাই ক্লাবকেও ঢেলে সাজানোর ইঙ্গিত দেন তিনি। আনামারিয়ার উদ্যোগ প্রথম থেকেই ক্লাব সমর্থকদের সমর্থন পেয়েছে।
ফুটবলারের সঙ্গেই আনামারিয়ার প্রেম-বিয়ে থেকে শুরু করে ফুটবল ক্লাবে মোটা অঙ্কের লগ্নি। এ সবের পিছনেই রয়েছে অপার ফুটবল প্রীতি। তা না হলে, এই সংকটজনক পরিস্থিতিতে কেউ এগিয়ে আসত না।
আনামারিয়া রূপ, সৌন্দর্য ও হটনেস সকলকে মুগ্ধ করে। সোশ্য়াল মিডিয়াতেও তার ফ্যান-ফলোয়ার্সদের সংখ্যাও আকাশছোঁয়া। তার এক একটি ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সত্যি স্বার্থ তার পোষাকি নাম 'হটেস্ট ফুটবল এজেন্ট'।