ভুলেও এক সঙ্গে খাবেন না এই খাবারগুলো, শরীরের ভয়ানক ক্ষতির আগে সাবধান হন
- FB
- TW
- Linkdin
তেল জাতীয় খাবার খেয়ে তৎক্ষণাৎ জল পান করবেন না। এতে শরীরে বিপাক ক্রিয়া নষ্ট হয়। পাশাপাশি জেনে রাখু বেশ কিছু খাবার যা এক সঙ্গে খাওয়া চলে না।
অ্যা্টিবায়োটিক ও দুধ এক সঙ্গে না খাওয়াই উচিৎ। কোনও ওষুধ চললে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন।
মাংসের সঙ্গে দই কখনই খাওয়া উচিৎ নয়। আমরা অনেক সময় অনুষ্ঠানবাড়িতে বা ঘরোয়া অনুষ্ঠানে নানা পদের আয়োজন করে থাকি। তখন সতর্ক থাকতে হবে এই বিষয়।
লেবু ও দুধ কখনই এক সঙ্গে খাওয়া উচিৎ নয়। লেবু ও দুধ একসঙ্গে খেলে পেটে অ্যাসিডের সমস্যা বেড়ে যায়।
তরমুজ ও জল কখনই একসঙ্গে খাওয়া উচিৎ নয়। তরমুজে জলের পরিমাণ অনেক বেশি থাকে। তাই তরমুজ ও জল এক সঙ্গে খাবেন না। শরীরে জলের পরিমাণ বেড়ে যায়।
ঠাণ্ডা জলে পুদিনা খাবেন না। এতে শরীরে তীব্র রসায়ণের সমস্যা দেখা যায়। তাই খেয়া রাখবে মকটে খাওয়ার সময়।
চা ও দই কখনই এক সঙ্গে খাবেন না। অনেকে ব্রেকফাস্টে দই খেয়ে থাকেন। তাহলে বেশ কিছুটা সময় ব্যবধানে খান।