আপনি কি বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবেন, কোন কোন রাজ্যে নিরখচায় মিলবে এই টিকা দেখে নিন এক নজরে
First Published Jan 14, 2021, 1:41 PM IST
১৬ জানুয়ারি শনিবার সারা দেশে শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিন টিকারকণের অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই প্রচার শুরু করবেন। গত এক বছর ধরে, পুরও দেশ এই দিনের জন্যই অপেক্ষা করেছিল। এই অপেক্ষার অবসান হতে চলেছে। মনে করা হচ্ছে, টিকাদানের প্রথম দিন প্রায় তিন লক্ষ স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করবেন। এদিকে, সবার মনে একটি প্রশ্ন আছে তারা বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবে কিনা। জেনে নিন পশ্চিমবঙ্গ-সহ, দিল্লি ও দেশের কোন কোন রাজ্যগুলি বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ - রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ জানুয়ারি ঘোষণা করেছেন যে, রাজ্যের প্রত্যেকটি মানুষ-কে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, "আমি এই ঘোষণা করে খুশি যে আমাদের সরকার বিনা ব্যয়ে রাজ্যের সকল মানুষকে করোনার ভ্যাকসিন দেবে।"

দিল্লি- কেজরিওয়াল সরকারের রাজ্যেও করোনা ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা হয়েছে। রাজধানীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন যে, কেন্দ্র যদি ফ্রি ভ্যাকসিন না দেয় তবে আমরা তা বিনামূল্যে দেব। দিল্লি গতকাল ২০,০০০ ডোজ ভ্যাকসিনের চালান পেয়েছিল। যা রাজীব গান্ধী হাসপাতালের তিন স্তরের সুরক্ষা রয়েছে এবং ১৫ টি নতুন সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করা হয়েছে। টিকাদান শুরুর প্রস্তুতি পর্যালোচনা করতে আজ সকালে একটি সভাও করেন তিনি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন