এই খাবারগুলির সঙ্গে টকদই মিশিয়ে খেলেই সর্বনাশ, মারাত্মক রোগে পড়তে পারেন আপনি
- FB
- TW
- Linkdin
নিয়মিত টক দই খেলে নানা উপকার পাওয়া যায়। টক দইয়ের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল সহ নানান গুন, যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারি। টকদইয়ের মধ্যে দুধের চেয়েও বেশী ভিটামিন বি, ক্যালসিয়াম ও পটাশ রয়েছে। পুষ্টিবিদেরাও সবসময়ই টক দই খাওয়ার পরামর্শ দেন।
পেঁয়াজের সঙ্গে টকদই খাওয়ার অভ্যাস থাকলে আজ থেকে তা বন্ধ করে দিন। একদিকে টক দই শরীরকে ঠাণ্ডা রাখে অন্যদিকে পেঁয়াজ শরীরকে গরম করে। তাই দুটো বিপরীত জিনিস একসঙ্গে কখনওই খাবেন না।
মাছের সঙ্গে টক দই খাওয়া একদম উচিত নয়। কারণ মাছ ও টক দই এই দুটোই প্রোটিনের উৎস। একটি নিরামিষ ও আরেকটি আমিষ। যার ফলে হজমে সমস্যা হতে পারে। সেই কারণে মাছের সঙ্গে টক দই খেতে বারণ করেন বিশেষজ্ঞরা।
যারা আমের সঙ্গে দই খান তারা আজই বন্ধ করুন। এটা শরীরের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনই এর থেকে ত্বকের ক্ষতিও হতে পারে।
দুধ ও টক দই কখনওই একসঙ্গে খাবেন না। টকদই ও দুধ দুটো একসঙ্গে খেলে সেখান থেকে হজমের সমস্যা হতে পারে।