পুজোর সময় রোজ হিল জুতো পরার পরিকল্পনা রয়েছে, খুব সাবধান
- FB
- TW
- Linkdin
পুজোর সময় পোশাকের সঙ্গে তাল মিলিয়ে ভালো জুতো পরাও খুবই প্রয়োজনীয়। কারণ জুতো যদি সঠিক না হায় তাহলে পুজো সাজটাই নষ্ট হয়ে যায়। তাই এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জুতো।
তবে জুতোর কথা বললে মেয়েদের মনে সবার প্রথমে আসে হিল জুতোর কথা। প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই মানানসই হিল জুতো পাওয়া যায়। আর অনেকের মতেই পুজোর সময় হিলজুতো না পরলে পোশাকটাই যেন ঠিক করে খোলে না। তাই অনেকেই বেছে নেন হিল জুতো।
এদিকে পুজোর সময় যেহেতু একটু বেশি পরিমাণে হাঁটতে হয় তাই ওই সময় হিল জুতো না পরাই সব থেকে ভালো। এতে পায়ে ব্যথা হয়ে যেতে পারে। তবে যদি মনে করেন রেস্তরাঁ খেতে যাবেন তেমন একটা ঘুরতে হবে না তাহলে অবশ্যই হিল পরতে পারেন।
অবশ্য ঠাকুর দেখতে বেরিয়ে ইচ্ছে না হলেও হিল পরবেন না। এর ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যা পরে আপনার হাঁটা-চলা করতে সুবিধা হবে তেমন জুতো পরুন।
আসলে জুতো অনেকটাই আকর্ষণ কেড়ে নেয়। অনেকে হয়তো ভাবতেই পারেন যে পায়ের দিকে আর কে দেখবে তাই যা খুশি জুতো পরলেই হল। কিন্তু, সেটা একেবারেই করবেন না।
আপনার সুন্দর পোশাকটিকে আরও সুন্দর করে তোলে জুতো।
ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বেশিরভাগ মেয়েই বেছে নেন হিল জুতো। এই জুতো আপনাকে আরও সুন্দর করে তুললেও পুজোর সময় এই জুতো আপনার অনেক বিপদ ডেকে আনতে পারে। তাই সাধারণ সময় হিল পরলেও ঠাকুর দেখতে বেরিয়ে তা না পরাই ভালো।
হিল পরলে গোটা শরীরের ওজন গিয়ে পড়ে একটি জায়গায়। পায়ের গোড়ালিতে অনেক বেশি চাপ পড়ে। যার ফলে পা মচকে যেতে পারে। এর ফলে আপনার পুজোতে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যেতে পারে।
টানা দীর্ঘক্ষণ হিল পরে থাকলে পায়ের একটি অংশ উঁচু হয়ে থাকে। এর ফলে পিঠ ও কোমরের উপর অনেকটা চাপ পড়ে। সেই থেকে কোমর ও পিঠে ব্যথা হতে পারে। আর সেই ব্যথা আপনার চিরসঙ্গীও হয়ে উঠতে পারে। যার জন্য আপনার ইচ্ছে হলেও একটা সময় আর হিল পরতে পারবেন না।
হিল পরলে পা যেহেতু উঁচু নিচু থাকে, তাই পায়ে ব্যথা শুরু হয়। দীর্ঘক্ষণ হিল পরে দাঁড়িয়ে থাকলে ব্যথা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে পুজোর সময় যেহেতু বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার বিষয় থাকে তাই এই সময় হিল না পরাই ভালো।
আবার রাস্তায় ভিড় থাকার ফলে সামনে উঁচু নিচু আছে কিনা তা অনেকেই ঠাহর করতে পারেন না। সেক্ষেত্রে পা সঠিক জায়গায় না পরলে মচকে যেতে পারে। তাই পুজোর দিনগুলো হিল ছেড়ে ফ্ল্যাট জুতো বেছে নিতে পারেন। অবশ্য ঘোরার পরিকল্পনা খুব একটা না থাকলে হিল পরতেই পারেন।