খেয়ে ওঠার পর ভুলেও করবেন না এই কাজগুলো, তাহলেই শরীরের ভয়ানক ক্ষতি হবে
| Published : Jan 18 2021, 01:25 PM IST
খেয়ে ওঠার পর ভুলেও করবেন না এই কাজগুলো, তাহলেই শরীরের ভয়ানক ক্ষতি হবে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
খাবার খেয়ে ওঠার পরই ফল খাবেন না। এতে অ্যাসিডের পরিমাণ বাড়ে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফল খান। তাতে শরীর সুস্থ থাকবে।
25
খেয়ে উঠে শুয়ে পড়া উচিত নয়। এতে শরীরে মেদ জমে। এবং তা থেকে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে।
35
খেয়ে ওঠার পর স্নান করবেন না। স্নানের ফলে শরীরে রক্তের চাপ বেড়ে যায়। ফলে পাকস্থলীর হজম ক্ষমতা হ্রাস পায়। এতে খাবার ঠিকভাবে হজম হয় না।.
45
খাবারের পর ধূমপান করবেন না। দিনের অন্যসময় ধূমপান করলে যে পরিমাণ ক্ষতি হয়, খাবার খাওয়ার পর ধূমপান করলে যে পরিমাণ ক্ষতি হয়, খাবার খাওয়ার পর ধূমপান করলে ক্ষতির মাত্রা দশগুণ বেড়ে যায়।
55
খাবার খেয়ে ওঠার পর ব্যায়াম করবেন না। তাতে শরীরের ক্ষতি হবে। খেয়ে ওঠার পর শরীরে অতিরিক্ত চাপ দেওয়াও উচিত নয়।