- Home
- Lifestyle
- Health
- অকালে বুড়িয়ে যাচ্ছেন, কীভাবে ধরে রাখবেন হারানো যৌবন, ছোট্ট এই পাতায় লুকিয়ে রয়েছে বিশেষ গুণ
অকালে বুড়িয়ে যাচ্ছেন, কীভাবে ধরে রাখবেন হারানো যৌবন, ছোট্ট এই পাতায় লুকিয়ে রয়েছে বিশেষ গুণ
- FB
- TW
- Linkdin
বয়স বেড়ে গেলে তা ধরে রাখতে সাহায্য করে থানকুনি পাতার রস। প্রতিদিন এক গ্লাস দুধে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য ফিরে আসবে।
শুধুমাত্র যৌবন ধরে রাখতেই নয়, পেটের রোগ, আলসার, হাঁপানি সহ নানা চর্ম রোগ সেরে যায় থানকুনি পাতা খেলে।
চুলপড়া আটকাতে থানকুনি পাতা ভীষণ উপকারি। চুল পড়ে যাওয়ার সমস্যায় থানকুনি পাতা বেটে চুলে লাগালে নতুন চুল গজাতেও সাহায্য করবে এই পাতা।
পুরোনো ক্ষত থাকলে কোন ওষুধ ছাড়াই শুধুমাত্র থানকুনি পাতা ব্যবহার করে সেখানে লাগালে সেখান থেকে নিরাময় পাবেন।
দাঁতের রোগ সারাতেও জুড়ি মেলা ভার থানকুনি পাতার।মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে ব্যথা হলে থানকুনি পাতা সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।
থানকুনি পাতা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে। প্রতিদিন সকালবেলা থানকুনি পাতা খেলে আপনার স্মৃতি শক্তির বিকাশ ঘটবে।থানকুনি পাতা স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।