ওজন বৃদ্ধির ভয়ে আলু খাওয়া বন্ধ, বিশেষজ্ঞদের মত জানলে বদলাবেন সিদ্ধান্ত
- FB
- TW
- Linkdin
প্রতি ১০০ গ্রাম আলুতে রয়েছে ১৯ গ্রাম শর্করা, ভিটামিন ০.০২ গ্রাম, ফাইবার ২.২ গ্রাম, খনিজ লবণ ০.৫২ গ্রাম, পটাশিয়াম লবণ ০.৪২ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ২ গ্রাম।
অপরদিকে ১০০ গ্রাম চালে রয়েছে ৮০ গ্রাম শর্করা, ভিটামিন আছে মাত্র ০.০০২ গ্রাম, ফাইবার ১.৩ গ্রাম, খনিজ লবণ ০.২৮ গ্রাম, উদ্ভিজ প্রোটিন ৭.১৩ গ্রাম।
পুষ্টিবিদদের মতে, আলুতে থাকা কার্বোহাইড্রেট বা শ্বেতসার সরল বলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। ১০০ গ্রাম আলুতে রয়েছে প্রচুর ক্যালোরি।
আলুর চিপস্ বা ফ্রেঞ্চফ্রাই এর সঙ্গে আলুর তুলনা করলে হবে না। কারণ সেক্ষেত্রে আলুর সঙ্গে থাকে বাড়তি তেল।
উল্টে আলুর এই ধরনের খাবার কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তবে সেদ্ধ বা সবজি রান্নার সময় এর পুষ্টিগুণ প্রায় একই থাকে বললেই চলে।
পুষ্টিবিদদের মতে তাই ডায়েট থেকে আলু বাদ দেওয়াটা মোটেই যুক্তিসঙ্গত বিষয় নয়। আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আলুতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার তাই খাবার হজমেও সাহায্য করে। কিডনি ভালো রাখে। সেদ্ধ আলু মানেই কার্বোহাইড্রেট।
এছাড়াও আলুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি।
শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলুতে থাকা এই পুষ্টিগুন গুলি, তাই ডায়েট থেকে বাদ না দিয়ে পাতে অবশ্যই রাখুন আলু।
তবে ব্লাড সুগার-এর মত সমস্যা থাকলে তা পাত থেকে দূরে রাখুন। চিকিৎসকের পরামর্শ নিন, ভালো খান, সুস্থ থাকুন।