'সরকার আছে কতক্ষণ', পঞ্চায়েত ভোট থেকেই শোনা যাচ্ছে আরও এক রাজ্যে কংগ্রেসের বিদায় বাজনা
First Published Dec 9, 2020, 12:10 PM IST
'সরকার আছে কতক্ষণ, সরকার যাবে বিসর্জন'। রাজস্থানেও যেন এই ঢাকের বোলই শুনতে পাচ্ছে কংগ্রেস। পঞ্চায়েত ভোটের ফলে ধরাশায়ী কংগ্রেস। সাংগঠনিক দুর্বলতা, নাকি দুই নেতার দ্বন্দ্ব - কেন এত খারাপ ফল হল কংগ্রেসের?

যে সামান্য কয়েকটি রাজ্যে কংগ্রেসের নিজস্ব সরকার রয়েছে, তারমধ্যে অন্যতম রাজস্থান। কিন্তু, ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে অনেক কম আসন পেল কংগ্রেস।

গত ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট ৪,৩৭১টি আসনের নির্বাচন হয়েছিল। মঙ্গলবার রাতে তার ফল ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন