আইপিএল অভিযান শুরুর আগেই সুখবর পেলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি, জানুন বিস্তারিত
- FB
- TW
- Linkdin
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আইপিএল খেলার পাশাপাশি নিজের ফার্ম হাউসে কৃষিকাজে মনোনিবেশ করেছেন এমএস ধোনি।
একাধিক ফলমূল ও শাকসবজির চাষ নিজের ফার্ম হাউসে করেছেন ধোনি। ধোনি নিজে সেই চাষবাসের দেখভাল করেন। একাধিকবার সামনে এসেছে সেই ছবি।
এবার ধোনির ফার্ম হাউসসে স্ট্রবেরি চাষ খুব ভালো হয়েছে। প্রায় ১০ টনেরও বেশি স্ট্রবেরি উৎপাদন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সেই বিপূল পরিমাণ স্ট্রবেরি বাজারে বিক্রি করেছেন ধোনির ফার্ম হাউসে যারা দেখভাল করেন। যানা যাচ্ছে প্রায় ৩০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে স্ট্রবেরি।
তবে শুধু স্ট্রবেরি না, ধোনির ফার্মহাউসে চাষ করা হয়েছে তরমুজও। প্রতিদিন ৩০০ কিলো তরমুজ ও ২০০ কিলো ফ্রুটি মাঠ থেকে তোলা হচ্ছে। তাঁর ফার্ম হাইসে তরমুজ ও ফ্রুটির রেকর্ড চাষ হয়েছে বলে জানা যাচ্ছে।
৪৩ একরের বিশাল জায়গায় ধোনি এই চাষের কাজ শুরু করে। তরমুজ ও ফ্রুটি এখন বাজারজাত করার জন্য একেবারে তৈরি বলে জানিয়েছেন ধোনির ফার্মের চাষিরা।
এছাড়া ধোনির ফার্ম হাউসে বাঁধাকপি, টমেটো, আলু, পেঁয়াজ, ব্রকলি, কুমড়ো, কাঁঠাল, পেঁপে, ক্যাপসিকামও উৎপাদন হয়েছে। যা বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।
সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই চাষ হওয়ায় ধোনির ফার্ম হাউসের ফসল স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। বাজারে চাহিদাও ব্যাপক। ফলে সফল ক্রিকেটারের পাশাপাশি সফল কৃষকও হয়ে উঠেছেন তিনি।
ফলে শুধু স্ট্রবেরি বিক্রি করে ৩০ লক্ষ টাকা নয়, সব ধরনের ফসল বিক্রি করে প্রচুর লক্ষ্মীলাভ হচ্ছে ধোনির। খুশি ধোনির সঙ্গে কাজ করা কর্মীরাও।
তবে বর্তমানে আইপিএলে খেলতে ব্যস্ত রয়েছেন ধোনি। গতবার আইপিএলে সাফল্য না এলেও, ২০২১ আইপিএলে নিজেকে আরও একবার প্রমাণের পাশাপাসি দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য সিএসকে অধিনায়কের।