বিয়ের আগেই বাবা হচ্ছেন কেকেআর তারকা, সাগর তীরে বান্ধবী শেয়ার করল বেবি বাম্পের ছবি
- FB
- TW
- Linkdin
প্যাট কামিন্স ও বেকি বস্টনের দীর্ঘ বছরের সম্পর্ক। জানা যায় ২০১৪ সাল থেকে ইউনিভার্সিটিতে পড়া কালীন সময় থেকেই দুজনের মধ্যে ভালোবাসা হয়।
দীর্ঘ বছর প্রেম করার পর ২০২০ সালে বান্ধবী বেকি বস্টনের সঙ্গে বাগদান সারেন প্যাট কামিন্স। তবে তারা এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।
বেকি বস্টন ও প্যাট কামিন্স দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। দুজনই তাদের ছবি ঘন ঘন সোশ্য়াল মিডিয়ায় আপলোড করেন।
খেলার বাইরে বেকি বস্টনের সঙ্গে সময় কাটান প্যাট কানমিন্স। দুজনের একাধিক রোমান্টিক ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তারা শেয়ার করেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক বিকিনি পরিহিত ছবিও শেয়ার করেন। যা মুহুর্তের মধ্যে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
তবে বিয়ের আগেই সুখবরটা পেলেন প্য়াট কামিন্স। বাবা হতে চলেছেন কেকেআর ও অস্ট্রেলিয়ার তারকা পেসার। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন বেকি বস্টন।
বর্তমানে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় মলদ্বীপে রয়েছেন প্যাট কামিন্স। সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবিও শেয়ার করেছেন বেকি বস্টন।
সাগর তীরে বেবি বাম্পের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন বেকি বস্টন। জীবনের প্রথম মা হওয়ার অনুভূতিতে যে তিনি খুব খুশি তা ছবিতেই স্পষ্ট।
শুধু একাকী নয়, প্যাট কামিন্স দেশে না থাকায় নিজের বান্ধবীদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উপভোগ করছেন বেকি বস্টন। সেই ছবিও শেয়ার করেছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে প্যাট কামিন্স ও বেকি বস্টনকে। দুজনের মিষ্টি ছবিও শেয়ার করেছে কেকেআর।
শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, বিশ্ব জুড়ে অজি স্পিড স্টারের কোটি কোটি ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন প্যাট কামিন্স ও তার বান্ধবীকে।
বর্তমানে মলদ্বীপে থাকলেও, দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ায় ফিরে বান্ধবীর সঙ্গে এই বিশেষ মুহূর্ত উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
দূরে থাকলেও, জীবনের প্রথমবার বাবা-মা হওয়ার অনুভূতিতে খুব খুশি বিশ্বের অন্যতম তারকা পেসার ও তার বান্ধবী।