এবার শক্তি বাড়লেও, বিরাট কোহলির আরসিবির রয়েছে এখনও অনেক দুর্বলতা
- FB
- TW
- Linkdin
আরসিবির শক্তিঃ
এবার আরসিবির হয়ে ওপেন করবেন বিরাট কোহলি ও দেবদূত পাড়িকল। গতবার আইপিএলে অভিষেকে দুরন্ত পারফর্ম করেছিলেন দেবদূত। এবার তারসঙ্গে ওপেন করবেন অভিজ্ঞ বিরাট। ফলে নিঃসন্দেহে এই জুটি ছন্দে থাকলে বিপক্ষের সমস্যা বাড়বে।
আরসিবির শক্তিঃ
এবার আরসিবির মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী হয়েছে। দলকে একার কাঁধে টানার ক্ষমতা রয়েছে এবি ডিভিলিয়ার্সের। দরকারে ঠান্ডা মাথায় ব্যাট করার পাশাপাশি এবিডির তান্ডব সকলের জানা। এর পাশাপাশি এবার গ্লেন ম্যাক্সওয়েলে যোগ দিয়েছে আরসিবিতে। ফলে এরা ফর্মে থাকলে আরসিবি আটকানো মুশকিল হয়ে যাবে।
আরসিবির শক্তিঃ
এবার আরসিবি দলে অলরাউন্ডার অপশনও আগের থেকে বেড়েছে। কাইল জেমিসন পেস বোলিংয়ের পাশাপাশি হার্ড হিট করতে সক্ষম, অফ স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্য়াটটাও ভালো ওয়াশিংটন সুন্দরের এছাড়া গ্লেন ম্য়াক্সওয়েলও প্রয়োজনে বল করে থাকেন।
আরসিবির শক্তিঃ
আরসিবির বোলিং লাইনআপও আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। স্পিন অ্যাটাকে সুন্দর ও চাহল জুটি এবং পেস অ্যাটাকে কাইল জেমিসন, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজরা দলকে ভরসা দিতে প্রস্তুত।
আরসিবির দুর্বলতাঃ
আরসিবি দল অনেকটাই বিরাট কোহলির উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতাই আরসিবির কাছে অনেক সময় দুর্বলতা হয়ে দাঁড়ায়। কোহলি ফ্লপ করলে গোটা দল মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গেছে। এবার সেই কোহলি নির্ভরতা কাটিয়ে ওঠা চ্যালেঞ্জ আরসিবির কাছে।
আরসিবির দুর্বলতাঃ
এবি ডিভিলিয়ার্সের উপর এবার অনেকটাই নির্ভরশীল আরসিবির মিডল অর্ডার। আন্তর্জাতিক ক্রিকেটকে দীর্ঘদিন বিদায় জানিয়েছেন এবিডি। গতবার ফর্মে থাকলেও, ক্রিকেটের বাইরে থাকার ফলে এবিডির অফ ফর্ম থাকলে, সমস্যায় পড়তে পারে আরসিবি।
আরসিবির দুর্বলতাঃ
এবার আরসিবি দলে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অনেক আশা করে অজি তারকাকে দলে নিয়েছে বিরাটের দল। কিন্তু বিগত কয়েক বছরে ম্যাক্সওয়েলের আইপিএল পারফরমেন্স আশাব্যঞ্জক নয়। এবারও যদি ম্য়াক্সির অফ ফর্ম থাকে তাহলে সমস্যা আরও বাড়বে আরসিবির।
আরসিবির দুর্বলতা-
গতবার ভালো শুরু করেও মাঝপথে ছন্দ হারিয়েছিল আরসিবি। যার ফলে শেষ চারে পৌছতে সমস্যায় পড়তে হয়েছিল বিরাটের দলকে। ছন্দ হারিয়ে ফেলা আরসিবির দীর্ঘ বছরেপ সমস্যা।