- Home
- Sports
- Cricket
- সিএসকে বনাম রাজস্থান ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে
সিএসকে বনাম রাজস্থান ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে
- FB
- TW
- Linkdin
শেন ওয়াটসন-
চেন্নাই সুপার কিংস দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু প্রতিযোগিতায় ধারাবাহিকতার অভাবে ভুগছেন তিনি। শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে সেট হয়ে ৩৬ রানে আউট হয়ে যান ওয়াটসন। আজ রাজস্থানের বিরুদ্ধে ওয়াটসেনর জ্বলে ওঠার অপেক্ষায় সকলেই।
ফাফ ডুপ্লেসি-
চেন্নাই সুপার কিংস দলে এবারের আইপএল সব থেকে দুরন্ত ফর্মে রয়েছেন ফাফ ডুপ্লেসি। মাঝে দু-একটি ম্যাচ ছাড়া সব ম্যাচই রান করেছেন প্রোটিয়া তারকা। শেষ ম্যাচেও খেলেছেন ৫৮ রানের ইনিংস। আজও জুপ্লেসির ব্যাটে রাননের আশা রাখছেন সিএসকে সমর্থকরা।
অম্বাতি রায়ডু-
সিএসকের মিডল অর্ডারে এবারে সবথেকে বড় ভর্সার নাম অম্বাতি রায়ডু। তবে কিছুটা ধারাবাহিকতার অভাব রয়েছে তার মধ্যেও। তবে দিল্লির বিরুদ্ধে ২৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজও রাজস্থানের বিরুদ্ধে রায়ডুর ব্যাট বড় রানের আশা করছে সিএসকে ম্যানেজমেন্ট।
স্যাম কুরান-
চেন্নাই দলে এবার অলরাউন্ডার হিসেবে দুরন্ত পারফর্ম করছেন স্যাম কুরান। বোলিংয়ে কার্যকরী ৪ ওভার করাপ পাশাপাশি ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছন তিনি। আজ ডু অর ডাই ম্যাচেও স্যাম কুরানের কাছ থেকে ভাল পারফরমেন্স দেখার অপেক্ষায় সিএসকে সমর্থকরা।
রবীন্দ্র জাদেজা-
বল হাতে এবারের আইপিএলে এখনও পর্যন্ত খুব একটা সফ হতে পারেননি সিএসকের রবীন্দ্র জাদেজা। তবে ব্যাট হাতে খেলেছেন কিছু কার্যকরী ইনিংস। আজ রাজস্থানের বিরুদ্ধে ব্যাট-বলে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন জাড্ডু।
বেন স্টোকস-
বেশ কয়েকটি ম্যাচ এবারের আইপিএলে খেলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তবে তেমন কিছু করতে পারেননি তিনি। আজকের ম্যাচে রাদস্থানের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বেন স্টোকস।
স্টিভ স্মিথ-
দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ স্মিথের ব্যাটিংও রাজস্থান রয়্যালস সমর্থকদের আশা-ভরসা। প্রথম দুই ম্য়াচে দুরন্ত ব্যাটিংয়ের পর আর বড় রান পাচ্ছিলেন না তিনি। তবে শেষ ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া স্মিথ।
জস বাটলার-
এবারের আইপিএলে নিজের সেরা ফর্মে নেই ব্রিটিশ তারকা ব্যাটসম্যান জশ বাটলার। মাঝে দু-একটি ম্য়াচ ছাড়া সেভাবে কথা বলেনি তার ব্যাট। আজ রাজস্থানের বিরুদ্ধে বাটলারের রানে ফেরার দিকে নজর রয়েছে সকল রয়্যালস ভক্তদের।
রাহুল তেওয়াটিয়া-
এবারের আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করছেন তিনি। পঞ্জাব ও সানরাইর্সের বিরুদ্ধে তেওয়াটিয়ার অনবদ্য ইনিংসের সৌজন্যেই জয় পেয়েছিল রয়্যালসরা। আজও নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি।
জোফ্রা আর্চার-
রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকের সেরা ভরসা তিনি। দুরন্ত ছন্দেও রয়েছে জোফ্রা। প্রতি ম্য়াচে দলকে উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার। বোলিংয়ের পাশাপাশি শেষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি।