- Home
- West Bengal
- Kolkata
- নন্দরাম-স্টিফেন কোর্ট-আমরি-বাগরি থেকে স্ট্যান্ড রোড, জানুন কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ইতিহাস
নন্দরাম-স্টিফেন কোর্ট-আমরি-বাগরি থেকে স্ট্যান্ড রোড, জানুন কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ইতিহাস
কখনও নন্দরাম মার্কেট, কখনও আবার স্টিফেন কোর্ট, আমরি, বাগরি। বিগত বছরগুলিতে কলকাতার বুকে ঘটেছে একাধিক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার স্ট্যান্ড রোডে রেলের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল ১০ জনের। আর প্রতিবারের মতই শহরের বড় অগ্নিকাণ্ড নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। গঠিত হয়েথে তদন্ত কমিটিও। এখ ঝলকে দেখে নেওয়া যাক কলকাতার বুকে কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ইতিহাস।
- FB
- TW
- Linkdin
স্ট্যান্ড রোডে রেলের দফতরে অগ্নিকাণ্ড-
৮ মার্চ, ২০২১ আগুন লাগে স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে। মুহূর্তের মধ্যে বিধ্বংসী চেহারা নেয় আগুন। ১৩ তলা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্য হয়েছ। মৃতদের তালিকায় রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর জওয়ান সহ ৩ জন রয়েছেন।
ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ চাকা করে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ক্ষতিরপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারও। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। ইতিমধ্যেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় তৈরি হয়েছে তদন্ত কমিটিও।