- Home
- West Bengal
- Kolkata
- ফিরে দেখা ২০২০, বিনোদন থেকে খেলার জগত, সকলকে কাঁদিয়ে চির বিদায়ে যে বঙ্গ সন্তানেরা
ফিরে দেখা ২০২০, বিনোদন থেকে খেলার জগত, সকলকে কাঁদিয়ে চির বিদায়ে যে বঙ্গ সন্তানেরা
- FB
- TW
- Linkdin
প্রণব মুখোপাধ্যায়- ভারতের প্রথম রাষ্ট্রপতী যিনি ছিলেন বাঙালি। বাংলার সেই গর্বই সকল মায়া ত্যাগ করে ১৩ অগাস্ট ২০২০ সকলকে ছেড়ে চলে যান শেষ যাত্রায়।
সৌমিত্র চট্টোপাধ্যায়- কেবল বাংলার চলচ্চিত্র জগত নয়, গোটা বিশ্বের দরবারে কিংবদন্তী এই অভিনেতার শিল্পগুণ ছড়িয়ে পড়েছিল। ১৫ নভেম্বর ২০২০ সকলকে কাঁদিয়ে চির বিদায় নেয় সৌমিত্র চট্টোপাধ্যায়।
তাপস পাল- মাত্র ৬১ বছর বয়সেই সকলকে কাঁদিয়ে চলে যান সাগেব। বাংলার ঘরের প্রিয় তারকা তাপস পালের মৃত্যু ঘটে ৮ ফেব্রুয়ারী ২০২০।
শ্যামল চক্রবর্তী- করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। ৬ অগাস্ট হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিকে বন্দ্যোপাধ্যায়- ভারতের ফুটবল জগতে এক উল্লেখ যোগ্য নাম পিকে বন্দ্যোপাধ্যায়। রেলের হয়ে খেলতে খেলতেই নিজের জায়গগা পাকা করেন টিমে। সেই লেজেন্ড সকলকে ছেড়ে চলে যান ২০ মার্চ ২০২০।
চুনী গোস্বামী- মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২। কিংবদন্তী ফুটবল খেলোয়ারের মৃত্যুতে নেমে এসেছিল শোকের ছায়া। ৩০ এপ্রিল মৃত্যু ঘটে তাঁর।
বাসু চট্টোপাধ্যায়- কিংবদন্তী পরিচালক তথা নাট্যকার বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘয়টে ৪ জুন ২০২০। তাঁর প্রয়াণ বিনোদন জগতের এক বড় ধ্বস।
সোমেন মিত্র- প্রদেশ কংগ্রেসের সভাপতী সোমেন মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ৩০ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মনু মুখোপাধ্যায়- সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের কয়েকদিনের মধ্যেই প্রয়াত হন জয়বাবা ফেলুনাথ ছবির অন্যতম চরিত্র 'মছলিবাবা'-ও। ৬ ডিসেম্বর অভিনেতা মনু মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সন্তু মুখোপাধ্যায়- বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে ১১ মার্চ ২০২০। শেষ সময় বিধিন্ন ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকের ড্রইংরুমে ছিল অভিনেতার বাস।
শর্বরী দত্ত- ১৯ সেপ্টেম্বর ২০২০ নিজের বাড়িতেই পড়ে গিয়ে মৃত্যু ঘটে শর্বরী দত্তের। ফ্যাশন জগতের এক উজ্জ্বল লক্ষত্র ছিলেন শর্বরী দত্ত।
নিখিল নন্দী- ২৯ ডিসেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীয়াজগতের নক্ষত্র নিখিল নন্দী। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার।