- Home
- West Bengal
- Kolkata
- সকালেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
সকালেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
- FB
- TW
- Linkdin
আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ৬ টা ৪৫ থেকে ২-৩ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা দক্ষিণ ২৪ পরগণায়।
মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পূর্বভাস। এর প্রভাবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। উত্তর ছত্রিশগড় ছাড়িয়ে এটির অবস্থান পূর্ব মধ্যপ্রদেশে। গুজরাটে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে ঘূর্ণাবর্ত। যেটি শনি-রবিবার উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে আসবে। মৌসুমী অক্ষরেখা দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গেছে।
বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ শহর কলকাতা । দফায় দফায় সকাল থেকেই হালকা ইলসেগুড়ি বৃষ্টি। এদিন থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আকাশ সারাদিন মেঘলা থাকবে। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আবারও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
অপরদিকে উত্তরবঙ্গে তুলনামূলক আকাশ আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশ ও গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
হাওয়া অফিস জানিয়েছে, হরিয়ানা রাজস্থান ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন-চার দিন মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা।
টানা বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমেছে। বেড়েছে আদ্রতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রী। অপরদিকে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।