করোনাজয়ীর সংখ্যা আরও কমল কলকাতায়, ভ্য়াকসিন পৌছানোর আনন্দে সতর্কতা কমে গেল কি
First Published Jan 13, 2021, 9:55 AM IST
কলকাতায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড। মঙ্গলবার থেকেই কলকাতা ও জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। রাতভর দফায়-দফায় জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টন করা হয়। তবে ভ্যাকসিন কলকাতায় এসে পৌছলে শুধু আশা বেড়েছে। কারণ সাধারণ মানুষের কাছে এখনও সময় লাগবে। সতর্ক অবশ্য প্রয়োজন। যেখানে এখনও কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে একুশের ভোটের আগে ভাইরাস কতটা কবজা করল রাজ্যকে, কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।

ভ্যাকসিন কলকাতায় এসে পৌছলে শুধু আশা বেড়েছে। কারণ সাধারণ মানুষের কাছে এখনও সময় লাগবে। সতর্ক অবশ্য প্রয়োজন। যেখানে এখনও কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। এমনটাই মত বিশেষজ্ঞদের।

মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৮ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১০ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৪ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৯,৯৭৫ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,০২৬।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন