শুধু কলকাতাতেই মোট মৃত্যু ছাড়াল ১২০০, দেখুন করোনা বুলেটিনের ছবি
- FB
- TW
- Linkdin
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, কলকাতায় একদিনে ৫৪১ জন করোনা আক্রান্ত হয়েছে। এখনও অবধি কলকাতায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১২০৩।
রাজ্যে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে। রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্ত ২৯৬৪। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩২৫১। প্রাণ হারিয়েছেন ৫৮ জন।
তবে সুখবর হল রাজ্যে সুস্থতার হার উর্ধ্বমুখী। সোমবার ছিল ৭৮.৪৬ শতাংশ। বেড়ে দাঁড়িয়েছে ৭৯.১০ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ৩৭ হাজার।
রাজ্যের নিরিখে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়। এই পর্যন্ত মোট আক্রান্ত ৩০ হাজার ৬০৫ জন৷
উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৯০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৮০ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৪,২৫৭ জন৷ এই জেলায় একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৬৭৭ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৬৭১ জন৷
হাওড়াতে একদিনে আক্রান্ত ১৩৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২ হাজার ৫৯০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৬৫ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ১০,৮৫৫জন৷ একদিনে মৃত্যু হয়েছে ২ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩৪০ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৩৯৫ জন৷
হুগলিতে একদিনে আক্রান্ত ১২২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,৯৩৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫,২৯৬ জন৷ গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৫২৮ জন৷
সোমবার ভার্চুয়াল সভায় রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে টেস্টের সংখ্যা বেড়েছে। তাই সেই নিরিখে বেড়েছে সুস্থতার হারও। তবে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, বাংলায় আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। করোনা রুখতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে প্রশাসন। করোনা পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে।