- Home
- West Bengal
- Kolkata
- বিজেপি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস - ছবিতে ছবিতে দেখুন গ্রাউন্ড জিরো
বিজেপি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস - ছবিতে ছবিতে দেখুন গ্রাউন্ড জিরো
- FB
- TW
- Linkdin
বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড।
কলকাতায় বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভ।
আগে থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছিল নবান্নকে।
কলকাতা ও হাওড়ায় চার জায়গা থেকে শুরু হয় মিছিল। বিজেপির সদর দফতর থেকে মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
নবান্ন অবিযানের পথে পুলিশের তৈরি ব্যারিকেড বিজেপি কর্মীরা ভেঙে দিতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যেতে বলেছিল পুলিশ। শেষে তাদের সেখান থেকে সরাতে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হয়।
Read more at: https://bangla.asianetnews.com/kolkata/live-blog-on-bjp-s-nabanna-abhijan-in-kolkata-asb-qhvgq8
Read more at: https://bangla.asianetnews.com/kolkata/live-blog-on-bjp-s-nabanna-abhijan-in-kolkata-asb-qhvgq8
ভদ্রেশ্বরে বিডেপি কর্মী সমর্থকদের আটক করে পুলিশ।
জিটি রোডে বিজেপির মিছিল ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সাময়িকভাবে পছু হটে বিজেপি সমর্থকরা।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছিতেও ব্য়াপক উত্তেজনা দেখা দিয়েছিল। এক বিজেপির কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তি বলবিন্দর সিং। সে অর্জুন সিং ঘনিষ্ঠ বলে অভিযোগ।
ডানকুনিতে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেছিলেন। একটি বাস রাস্তার উপর আটকে রাখা হয়েছিল। ব্য়াপক যানজট তৈরি হয়। লাঠি চালিয়ে পুলিশ বিজেপি কর্মীদের সরিয়ে দেয়।
কালীঘাটে রাস্তার উপর আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপির কর্মসূচির মধ্যেই ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর ফিরেই তিনি ভবানী ভবনে ডিজির সঙ্গে বৈঠক করেন। সিসিটিভি ফুটেজে তিনি বিজেপির মিছিল ঘিরে নবান্ন সংলগ্ন এলাকা ও কলকাতার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন বলে সূত্রের দাবি।