৮ জুন থেকে খুলল সাউথ সিটি, সতর্কতা মেনে কী কী পদক্ষেপ নেওয়া হল
- FB
- TW
- Linkdin
শপিং মলে ঢোকার মুখে দুরত্ব বজায় রেখে সকলের দাঁড়ানোর জায়গা করে দেওয়া হয়েছে। সেখানেই সকলে এসে একে একে দাঁড়াচ্ছেন।
এরপর হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। কিছুটা এগিয়ে ঢোকার মুখে হচ্ছে থার্মাল চেকিং। সর্দি কাশি থাকলে প্রবেশ করা যাবে না।
গোটা মলে কীভাবে মানুষ যাবেন ভেতরে তার ফুট প্রিন্ট করে দেওয়া হয়েছে। দুরত্ব বজায় রাখতে স্কেলেটরের মধ্যে দুটি করে ছেড়ে দাঁড়ানোর নির্দেশ।
লিফটের সামনেও দুরত্ব বজায় রেখে রেখে দাঁড়ানোর জায়গা করে দেওয়া হয়েছে। লিফটের সুইট বন্ধ করে দেওয়া আছে।
বদলে তৈরি করা হয়েছে প্যাডেল। ওপরে যাওয়ার ও নিচে নামার প্যাডেল রাখা হয়েছে। যা পায়ে করে টিপতে হবে।
লিফটে পাঁচজন উঠতে পারবেন। কোথায় কোথায় তাঁরা দাঁড়াবেন সেই জায়গাও মার্ক করে দেওয়া হয়েছে।
লিফটের ভেতরে থাকবেন লিফট চালক। তিনি ছাড়া সুইচে কেউ হাত দেবেন না। এখানেই শেষ নয়, বাথরুমেও রয়েছে বিশেষ ব্যবস্থা।
একটি করে বাথরুম বন্ধ রাখা হয়েছে। একটি বাদ রেখে অপরি ব্যবহার করা যাবে। আর যা মাঝে মাঝেই স্যানিটাইজ করা হচ্ছে।