- Home
- Lifestyle
- Lifestyle Tips
- গলা ও মুখের টোন মেলাতে ভুলে যান, তো কখনও দাঁতে লাগছে লিপস্টিক? এই ১০টি ভুল থেকে সতর্ক হন
গলা ও মুখের টোন মেলাতে ভুলে যান, তো কখনও দাঁতে লাগছে লিপস্টিক? এই ১০টি ভুল থেকে সতর্ক হন
- FB
- TW
- Linkdin
মেকআপ শুরুর আগে মুখ পরিষ্কার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু অনেকে মেকআপ করার আগে মুখ অধিক পরিষ্কার করে থাকেন। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। গরমে ত্বকে তেলাভাব আসা স্বাভাবিক। তাই বলে এতটাও অনেকক্ষণ ধরে মুখ পরিষ্কার করবেন না। এতে ত্বক ড্রাই হয়ে যায়। দীর্ঘক্ষণ স্ক্রাবিং করলে ত্বক কেটেও যেতে পারে।
ড্রাই স্কিনে সরাসরি মেকআপ দেওয়ার মতো ভুল কাজ অনেকেই করে থাকেন। অনেকেই ভাবেন, গরমে ময়েশ্চরাইজের দেন না অধিকাংশই। এতেই ত্বকের মারাত্মক ক্ষতি হয়। ভুলেও সরাসরি মেকআপ লাগাবেন না। ত্বককে রক্ষা করতে চাইলে বেস মেকআপ সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার ত্বকের ধরন বুঝে বেস মেকআপ করুন। তা না হলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
ভুল শেড নির্বাচন করে থাকেন অনেকেই। মেকআপ মানে ফরসা দেখানো নয়। এই কথা সব সময় মাথায় রাখুন। আপনার স্কিনের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপের শেড বেছে নিন। ভুল শেড নির্বাচন করলে ত্বকে তা ফুটে উঠবে। গলা ও মুখের রঙের তফাত ঘটবে। সঙ্গে মুখ অধিক সাদা লাগবে। তাই এই মেকআপের সময় এই কথা মাথায় রাখুন।
মেকআপ কিনলেই হল না। তা ভালো করে ব্লেন্ড করা দরকার। মেকআপ করার আগে মেকআপের পদ্ধতি জেনে নিন। সেই বুঝে মেকআপ করুন। মেকআপ ব্লেন্ড করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম পাওয়া যায়। সেই সরঞ্জামের সাহায্যে মেকআপ করুন। তা না হলে তা ফুটে উঠবে। আর মেকআপ ফুটে উঠলে পুরো সাজটাই মাটি।
মেকআপের ক্ষেত্রে বেস মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। আর বেস মেকআপের সময় বিশেষ সতর্কতা মেনে ফাউন্ডেশন লাগান। ভুলেও অধিক ফাউন্ডেশন লাগাবেন না। এতে তা ফুটে উঠতে পারে। কতটা পরিমাণ ফাউন্ডেশন লাগানো উচিত তা বুঝতে না পারলে বিশেষজ্ঞের পরমার্শ নিন। অথবা ইন্টারনেট ঘেঁটে দেখে নিন। সেই বুঝে মেকআপ করুন।
ভুল আই লাইনার লাগাবেন না। আজকাল বিভিন্ন রঙের আইলাইনার ব্যবহারের চল বেড়েছে। সকলে পড়ছে বলে আপনিও একটা সবুজ আই লাইনার বেছে নিলেন, এমন করবেন না। এতে আপনারই সৌন্দর্যে ব্যঘাত ঘটবে। কোন অনুষ্ঠানে যাবেন, কী অনুষ্ঠান এই সব কথা চিন্তা করে আই লাইনার বেছে নিন। এতে আপনার চোখের সৌন্দর্য সকলের নজর কাড়বে।
মেকআপের সময় মাস্কারা সঠিকভাবে ব্যবহার করতে হবে। অনেকেই এমন ভাবে মাস্কারা লাগান যাতে চোখের পাতায় তা ডেলা ডেলা হয়ে লেগে থাকে। এই ভুল করবেন না। চোখের ভিতরের পাতা থেকে বাইরের দিকে পাতায় তুলি টানুন মাস্কারা ব্যবহারের সময়। আর পরিমাণ মতো মাস্কারা ব্রাশে নিন। বেশি বা কম উভয়ই চোখের সাজ ভেস্তে দিতে পারে।
লিপস্টিকের রঙ সঠিক নির্বাচন করুন। আজকাল বিভিন্ন রঙের লিপস্টিক ব্যবহারের চল বেড়েছে। সকলে পড়ছে বলে আপনিও একটা কালো লিপস্টিক বেছে নিলেন, এমন করবেন না। আপনার স্কিন টোনের সঙ্গে মনাবে এবং আপনি ক্যারি করতে পারবেন এমন রঙের লিপস্টিক বেছে নিন। তা না হলে লিপস্টিকের ভুল রঙ নির্বাচনের জন্য পুরো সাজ নষ্ট হতে পারে।
কোনও অনুষ্ঠান হোক কিংবা পার্টি-তে যাবেন মানে গায়ে প্রায় এক বোতল পারফিউম ঢেলে নিলেন। আপনার চারপাশের ১ কিলোমাটির থেকে যেন ভেসে আসছে আপনার পারফিউমের গন্ধ। এই ভুল আর করবেন না। অধিক পারফিউম ব্যবহার করা মোটেই উচিত নয়। এতে সকলের কাছে হাস্যকর হয়ে যেতে পারেন। তাই যতটা প্রয়োজন ততটা পারফিউম লাগান।
যতই ক্লান্ত থাকুন আর যতই ব্যস্ত থাকুন মেকআপ নিয়ে ঘুমাবেন না। বাড়ি ফিরে অবশ্যই মেকআপ তুলবেন। সারা রাত মেকআপ আপনার ত্বকে থাকলে তার থেকে সংক্রমণ হতে পারে। তাই ত্বক সুরক্ষিত রাখতে চাইলে সঠিক প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ তুলে ফেলুন। তা না হলে, আপনার চুলকানি, ব্রণ থেকে হাজারটা সমস্যা দেখা দিতে পারে।