- Home
- Lifestyle
- Lifestyle Tips
- পাক স্টিট এর পাশাপাশি ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে সাউথ সিটি মল, দেখে নিন তার কয়েক ঝলক
পাক স্টিট এর পাশাপাশি ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে সাউথ সিটি মল, দেখে নিন তার কয়েক ঝলক
বিউ সরকার- বড়দিন মানে শুধু কলকাতায় পার্কস্ট্রিট সেজে ওঠে তা নয়। পাশাপাশি বিভিন্ন শপিংমলে গুলিও ক্রিসমাস ট্রি সান্তাক্লজ ও আলোতে ঝলমল করে ওঠে। তার মধ্যে অন্যতম হল সাউথ সিটি মল। এই বছরেও একইভাবে বড় দিনের জন্য সাউথ সিটি মল সেজে উঠেছে ক্রিসমাস ট্রি , ক্রিসমাস ব্যানার , ঘণ্টা, বিভিন্ন রং-বেরঙের বল, কৃত্রিম ফুল, হরিণ, সান্তাক্লজ, নানান আকারের গিফট বক্স দিয়ে। চলুন এক নজরে দেখে ছবিতে ছবিতে নেওয়া যাক ঠিক কিভাবে ক্রিসমাস উপলক্ষে এই বছর সেজে উঠেছে সাউথ সিটি মল
| Dec 24 2020, 02:25 PM IST
- FB
- TW
- Linkdin
)
চোখ ধাঁধানো সজ্জার পাশাপাশি সাউথ সিটি মল গানে গানে আহ্বান করছে ক্রিসমাস ও নতুন বছরকে।
Subscribe to get breaking news alerts
এই বছর মহামারী আম্ফান এর মত খারাপ সমস্ত কিছুকে ভুলিয়ে নতুন ভাবে সাউথ সিটি মল জমজমাট হয়ে উঠেছে।
অন্যদিকে মলে রয়েছেআবার শপিং এর ভিড়, কচি-কাঁচা থেকে শুরু করে জুটেছে বড়রাও।
বড়দিন এখন সকলের উৎসব, সকল ধর্মের মানুষই কেনাকাটা করে এই উপলক্ষ্যে।
বছরের শেষে বড়দিনের উৎসবে মানুষ আনন্দ করছে মন ভরে।
যদিও প্রতি বছরের তুলনায় এই বছর সেরকম কিছুই সাজ সজ্জা নেই।
মলে যত মানুষের জমায়েত হচ্ছে তার অর্ধেকেরও বেশি আসে শুধুমাত্র ঘুরতে।
ক্রিসমাস উপলক্ষে এই সাজ দেখতে সপ্তাহ শুরুর থেকেই ভিড় জমছে সাউথ সিটি মলে।
স্টোরগুলির পাশাপাশি সাজানো হয়েছে ফুডকোর্টও।
ক্রিসমাসের আনন্দ উপভোগ করার পাশাপাশি সাউথ সিটি মলের বারিস্তা ও ফুডকোর্টে জমছে ভুড়িভোজের জন্য ভিড়ও।