- Home
- Lifestyle
- Lifestyle Tips
- আঁধার কেটে আসুক আলো ,শুভ সূচনা '১৪২৮', প্রিয়জনকে জানান ভার্চুয়ালি নববর্ষের একরাশ শুভেচ্ছা
আঁধার কেটে আসুক আলো ,শুভ সূচনা '১৪২৮', প্রিয়জনকে জানান ভার্চুয়ালি নববর্ষের একরাশ শুভেচ্ছা
বিদায় ১৪২৭। পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আগমনের পালা। নতুন বছরে করোনামুক্ত হোক ১৪২৮। বাঙালির নববর্ষ উৎসবে আঁধার কেটে আলো আসুক সকলের জীবনে । আর এই কামনা করেই শুরু হোক নতুনকে বরণ। করোনা প্রকোপে নববর্ষে আশঙ্কার কালো মেঘ থাকলেও আমোদপ্রিয় বাঙালির এই নববর্ষের উৎসব পালনে এতটুকুও ফাঁক রাখতে নারাজ। সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন হবে এই বছরের নববর্ষ উৎসব। সোশ্যাল মিডিয়ায় বার্তা বিনিময়েই পুরোনো গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে রঙিন হয়ে উঠবে বাঙালির নববর্ষ উৎসব। প্রিয়জনদের শুভেচ্ছা পাঠিয়ে নিজের মনের কথা, নববর্ষের শুভেচ্ছা ভাল করে দিন একে অপরের মন। অন্ধকারকে বিদায় জানিয়ে নতুন আলোর দিগন্তে সকলকে জীবনকে আলোয় ভরিয়ে দিন শুভেচ্ছাবার্তার মাধ্যমে। প্রিয়জনের মন ভাল রাখতে রইল নববর্ষের একগুচ্ছ শুভেচ্ছা।
18

এসো হে বৈশাখ, এসো এসো, শুভ নববর্ষ ১৪২৮।
28
'নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে'
নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক
নতুন আলোয়, নতুন আশায়,
শুভ নববর্ষ।
38
নতুন বছর
নতুন আশা,
নতুন স্বপ্ন
নতুন জীবন ,
শুভ নববর্ষ ১৪২৮।।
48
বিদায় রাগিণী বাজিয়ে গেল জীর্ণ পুরাতন বর্ষ,
নববর্ষ নিয়ে আসবে সবরকমের হর্ষ।
শুভ নববর্ষের শুভেচ্ছা!
58
পুরোনো যত হতাশা, দুঃখ অবসাদ
নতুন বছর সেগুলোকে করুক ধুলিস্যাৎ,
সুখ,আনন্দে মুছে যাক সকল যাতনা।
শুভ ১ লা বৈশাখ।।
68
আজ এই শুভ দিনে
কত খুশি, কত সাজ।
আজ এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ।
শুভ নববর্ষ!
78
সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু কর,
নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে,
শুভ নববর্ষ!
88
নতুন বছরের প্রথম দিনে,
শপথ করি মনে,
করব আমি ভালো কর্ম,
এই নতুন সনে।
শুভ নববর্ষ!
Latest Videos